তাঁর গোপাল আরাধনার ছবি ট্যুইটারে পোস্ট করেছেন ডাক্তার পি কামাথ। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন সেই ৮৮ ভোগের সমাহার। জন্মাষ্টমীতে সাধারণত ছাপ্পান্ন ভোগ নিবেদন করাই প্রাচীন রীতি। কিন্তু এই কৃষ্ণভক্তের আয়োজনে শোভা পাচ্ছে ৮৮ ভোগ। লাড্ডু, বরফি, জিলিপি-সহ একাধিক প্রসাদ সেখানে নিবেদন করা হয়েছে।
জানা গিয়েছে যে মহিলা এই আয়োজন করেছেন তিনি ডাক্তার পি কামাথের রোগিণী ছিলেন। তিনি প্রতি বছরই জন্মাষ্টমীতে বর্ণময় আয়োজন করে থাকেন। তবে তাঁর এ বারের আয়োজন ছাপিয়ে গিয়েছে আগের ভোগপ্রসাদের নিবেদন ও সমাহার। তাঁর কৃষ্ণআরাধনার ছবি ট্যুইটারে পোস্ট করে ডাক্তার কামাথ লিখেছেন ‘‘উনি আমার রোগিণী। তাঁর জন্য এবং শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ভক্তির জন্য আমি গর্বিত। তিনি তাঁর আগের আয়োজনের রেকর্ড ভেঙে ফেলেছেন। গোকুলাষ্টমীর রাতে তিনি ৮৮ রকম ভোগপ্রসাদ প্রস্তুত করেছেন।’’
নেটিজেনরা জন্মাষ্টমীর এই আয়োজন দেখে উচ্ছ্বসিত। তাঁদের মন্তব্য, ঈশ্বরের প্রতি খাঁটি শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস থেকেই এই আয়োজন সম্ভব।’’