উত্তরপ্রদেশের বুলন্দশহরের সায়না শহরের বাসিন্দা আরশাদ কম উচ্চতার জন্য সারা জীবন ব্যঙ্গের শিকার হয়েছেন। এক সময় ধরেই নিয়েছিলেন তাঁর আর বিয়ে হবে না এই জীবনে। কিন্তু জীবন অন্যরকম কিছু ভেবে রেখেছিল তাঁর জন্য। ১০ জন মহিলা তাঁকে ফিরিয়ে দেওয়ার পর অবশেষে জীবনে পেলেন জীবনসঙ্গিনীকে।
আরও পড়ুন : চতুর্থ শ্রেণী পাশ বাবা কাপড়ের ফেরিওয়ালা, অনটনকে হারিয়ে ছেলে আইএএস অফিসার!
advertisement
শেরওয়ানিতে সজ্জিত হয়ে খোলা ছাদের গাড়িতে তিনি এসেছিলেন বিয়ের আসরে। তাঁর কথায়, ‘‘আমার উচ্চতা নিয়ে সকলের বিদ্রূপ সত্ত্বেও আমি সঙ্গিনী পাওয়ার আশা হারাইনি। অপেক্ষার মূল্যবান উপহার আমি পেয়েছি।’’ বলছেন পুরনো আসববাপত্রের এই কারবারি। পরিজনদের উদ্যোগেই তিনি পাত্রী খুঁজে পেয়েছেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের পরিজনরাই খুশি এই বিয়ে ঘিরে।
আরশাদের বাবা ফিরোজ মালিক বলেছেন, ‘‘আমি সব সময় চেয়েছিলাম যোগ্য জীবনসঙ্গী পাক আমার ছেলে। বিয়ে চূড়ান্ত হতেই আমি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে মিষ্টি বিলি করেছি।’’