মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন পরিষ্কার সুতির কাপড়। কোনও পুরনো সুতির কাপড় বা পুরনো সুতির গেঞ্জির কাপড় হলেও হবে। প্রথমে কাপরটিকে ভাল করে গরম জল দিয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর কাপড় থেকে চারটি স্ট্রিপ কেটে নিতে হবে। দুটি ১.৫"x৫" এবং অন্য দুটি ১.৫"x৪০" মাপের।
প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ ইঞ্চি x ৭ ইঞ্চির কাপড় ও শিশুদের জন্য ৭ ইঞ্চি x ৫ ইঞ্চির কাপড় প্রয়োজন। কাচির সাহায্যে কাপড় কেটে নিন। এবার কাপড়ের কাটা অংশটি নিয়ে, ১.৫X৫ ইঞ্চির কাটা অংশগুলি মূল সুতির কাপড়ের সঙ্গে একটি প্রান্তে জুড়ে দিন সেলাই মেশিনের সাহায্যে বা হাতে করে সেলাইও করে নিতে পারেন।
advertisement
এবার মূল কাপড়টিতে সমান করে তিনটি ভাঁজে ভাঁজ করুন। ভাঁজগুলি নিম্নমুখী হতে হবে। প্রত্যেকটি ভাজের মাপ হবে ১.৫ ইঞ্ছি হয়। এরপর পাইপিংয়ের সাহায্যে কাপড়ের ভাঁজগুলিকে সুরক্ষিত করে নিন।
এর পর মাস্কটি বাঁধার জন্য মাস্কের উপরে ও নিচে বড় স্ট্রিপ দুটি সংযুক্ত করতে হবে। তৈরি আপনার মাস্ক। শুধু মাস্ক বানালেই হবে না, সেটা সঠিক পদ্ধতিতে পরাও জরুরি।