TRENDING:

কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা

Last Updated:

বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বলিউডের ফ্যাশন গুরু বলতে যার নাম প্রথমেই চলে আসে, তিনি হলেন মণীশ মালহোত্রা ৷ আর সেই মণীশ মালহোত্রাই যদি দীপাবলির আগে সাজগোজের টিপস দিয়ে দেন, তাহলে কেমন হয়? এরকমই ঘটল সম্প্রতি৷ সৌজন্যে লাভ অ্যান্ড কেয়ার ৷ তা ঠিক কী টিপস দিলেন মণীশ?
advertisement

১) দীপাবলি আলোর উৎসব ৷ তাই পোশাককেও হতে হবে একেবারে জাঁকজমকপূর্ণ ৷ কিন্তু তাই বলে কি আর এলিগেন্স থাকবে না? থাকতেই হবে ৷ মণীশ জানাচ্ছেন, দীপাবলির রাতে সেজে উঠতে পারেন অতিরিক্ত ঝুলওয়ালা স্কার্টে ৷ সঙ্গে ক্রপ টপ ৷ যা কিনা সাজে নতুনত্ব এনে দেব ৷

২) যে কোনও উৎসবে আলাদা করে নজর কাড়তে শাড়ি কিন্ত একাই কামাল করতে পারে ৷ তাই মণীশ জানাচ্ছেন, দীপাবলিতে শাড়ি হতেই পারে প্রথম পছন্দের ৷ বেছে নিন উজ্জ্বল রঙের শাড়ি, তার সঙ্গে মানানসই ব্লাউজ ও গয়না৷

advertisement

৩) আপনি খুব হালকা সাজতে পছন্দ করেন তাহলে ট্রাই করুন টিউনিক ৷ অথবা শর্ট বা লং পালাজো প্যান্টসও ৷ তাতে যদি এমব্রয়ডারি থাকে তাহলে তো কথাই নেই ৷

৪) পোশাকের কালার প্যালেটে থাকুক উজ্জ্বল রং ৷ রাখতে পারেন সাদা, আইভোরি, ধূসর, সোনালি রংও ৷ যা কিনা আপনার পোশাকে এনে দেবে উৎসব লুক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

তবে সবশেষে মনে রাখবেন, পোশাকের যত্নও কিন্তু খুব জরুরি ৷ পোশাকের প্রত্যেকটি সুতোর চাই আলাদা করে যত্ন ৷ তাই ব্যবহার করতেই হবে Love & Care ৷ যা কিনা আপনার পোশাককে দেবে এক যত্নশীল ওয়াশ ৷ নজর রাখবে আপনার পোশাকের সুতোয় ৷ যাতে পোশাক পরলে নতুনই লাগবে বরাবর ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেমন হবে দীপাবলির সাজ? জানিয়ে দিলেন মণীশ মালহোত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল