TRENDING:

চুল ঘন ও কালো করতে পারে বেসন! মাত্র কয়েকদিন ব্যবহার করেই দেখতে পাবেন ম্যাজিক

Last Updated:

কিন্তু জানেন কী চুলের যত্ন নিতেও বেসন অত্যন্ত উপকারী ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:   রান্নাঘরে  সুস্বাদু খাবার বানাতে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হল বেসন । চপ, পেঁয়াজি থেকে শুরু করে যেকোনও সুস্বাদু তেলেভাজা তৈরি করতে  বেসন প্রয়োজন ।  শুধু সুস্বাদু খাবার বানাতেই নয়,  ত্বকের যত্ন নিতেও এই উপাদানের জুড়িমেলা ভার। কিন্তু জানেন কী চুলের যত্ন নিতেও বেসন অত্যন্ত উপকারী ?
advertisement

চুল ঘন ও কালো করতে অত্যন্ত উপকারী বেসন । চুলের যত্ন নিতে অনেকেই বাজার থেকে কেনা বিভিন্ন দামী শ্যাম্পু বা তেল বেছে নেন । কিন্তু বাজারের পাওয়া তেল বা শ্যাম্পু ব্যবহারের ফলে চুলের ক্ষতি হতে পারে । কিন্তু এই ঘরোয়া উপাদানের হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের যেকোনও সমস্যা থেকে মু্ক্তি পেতে পারবেন ।

advertisement

আরও পড়ুন : কথায় কথায় দিব্যি খান? এর ফলে জীবন বদলে যেতে পারে আপনার, জেনে নিন

আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে তৈরি করবেন এই হেয়ার মাস্ক ?

বেসন দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে ৩-৪ চামচ বেসন, ২-৩ চামচ টক দই , ১-২টি ভিটামিন ই ক্যাপসুল । ২ চামচ বাদাম তেল এবং ২টি ডিমের সাদা অংশ নিতে হবে । একটি পাত্রে দই ও ডিম ভাল করে মেশাতে হবে । এবার ওই দই ও ডিমের মিশ্রণে বাদাম তেল , ভিটামিন ই ক্যাপসুল এবং বেসন যোগ করতে হবে । ব্যস তৈরি হয়ে যাবে বেসনের হেয়ার মাস্ক ।

advertisement

আরও পড়ুন :  মাত্র ১০ টাকা খরচ করে বাড়িতেই তৈরি করুন হার্বাল শ্যাম্পু, চুল পড়া কমবে ম্যাজিকের মত

এবার এই বিশেষ মিশ্রণটি চুলে ও চুলের স্কাল্পে ভাল করে লাগাতে হবে । এবং মাস্কটি শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে । এরপর ৩০ থেকে ৩৫ মিনিট পর ধুয়ে নিতে হবে। চাইলে হালকা শ্যাম্পু দিয়েও চুল ধুয়ে নিতে পারেন । ভাল ফলাফল পেতে এই মাস্ক সপ্তাহে ২ দিন ব্যবহার করতে হবে ।

advertisement

বেসনে থাকা আয়রন  ও প্রোটিন , আয়রন ও ক্যালশিয়ামের মত খনিজ পদার্থ প্রচুর পরিমানে থাকে যা চুল ভাল রাখতে অত্যন্ত প্রয়োজনীয় । বেসনের মাস্ক চুল কালো, লম্বা, ঘন ও সুন্দর করতে পারে । চুলে নিয়মিত বেসন ব্যবহার করলে চুল পড়া কমে যায়। তাই চুলের যত্ন নিতে এই বিশেষ মাস্ক ব্যবহার করা যেতেই পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল ঘন ও কালো করতে পারে বেসন! মাত্র কয়েকদিন ব্যবহার করেই দেখতে পাবেন ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল