TRENDING:

Harmful Effects of Papaya: এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ

Last Updated:

হাজার গুণ থাকা সত্ত্বেও কিছু রোগের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই ফল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেঁপে একটি অত্যন্ত সুস্বাদু ফল। অনেকেরই প্রিয় এই ফল। তবে হাজার গুণ থাকা সত্ত্বেও কিছু রোগের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এই ফল। তাই কোন কোন রোগ থাকলে এই ফল ক্ষতিকারক হতে পারে তা জেনে নেওয়া প্রয়োজন-
এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
advertisement

 ১) এনডিটিভি ফুডের মতে, যাদের রক্তে শর্করা স্বাভাবিকের চেয়ে কম বা যারা লো ব্লাড সুগারের রোগী তাদের পেঁপে খাওয়া একেবারেই উচিত নয় কারণ পেঁপে ইনসুলিন বাড়ায়, যা রক্তে শর্করার পরিমান কমিয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পেঁপে খাওয়া উচিত নয়।

আরও পড়ুন: ভাঙতে হবে ক্যানসার সংক্রান্ত ভুল ধারণা! এই মারণরোগ থেকেও সুস্থ হয়ে ফিরে আসা সম্ভব, দাবি বিশেষজ্ঞের!

advertisement

২)NCBI রিপোর্ট অনুযায়ী, কিছু ওষুধের সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় কারণ এতে থাকা উপাদান ও ওষুধে থাকা উপাদান শরীরে বিক্রিয়া করে রক্তকে পাতলা করে ফেলে। এ অবস্থায় শরীরে সহজেই রক্তক্ষরণ হতে পারে।

৩) কাঁচা পেঁপেতে থাকা উপাদান জরায়ুর দেয়ালের সংকোচন বাড়াতে পারে। পেঁপের পেপেইন শরীরের কোষের ঝিল্লির ক্ষতি করে। ভ্রূণে বেড়ে ওঠা শিশুর বিকাশের জন্য কোষের ঝিল্লি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

advertisement

৪) কারও কারও পেঁপে থেকে অ্যালার্জিও হতে পারে। এ কারণে ত্বকে ফোলাভাব, মাথা ঘোরা, মাথাব্যথা, ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। তাই পেঁপে খাওয়ার পর বমি বমি ভাব বা মাথা ঘোরা অনুভব করলে পেঁপে খাওয়া চলবে না।

৫) পেঁপে হজমের জন্য খুব ভাল। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। তবে পেঁপেতে থাকা ল্যাটেক্স পেটে ব্যথার কারণ হতে পারে ও ডায়রিয়া হতে পারে। তাই পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া উচিত।

advertisement

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Effects of Papaya: এই সব রোগে প্রাণঘাতী হতে পারে পেঁপে! না জেনে খেলেই বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল