TRENDING:

Kolkata Mukutmanipur Bus Service: সুবর্ণ সুযোগ! কলকাতা থেকে বিলাসী বাসে মুকুটমণিপুর চলুন ‘বিনা খরচেই’! জানুন বিশদে

Last Updated:

Kolkata Mukutmanipur Bus Service: যাত্রীদের জন্য ওয়াইফাই, এসি, স্লিপার কোচের সুবিধা রয়েছে। ঝিলিমিলি থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ৩০০ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: কী এমন ঘটল বাঁকুড়া জঙ্গলমহলে যে বাসে চাপতে হল মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। বাস ধরতে খুব মন্ত্রী হাজির বাসস্ট্যান্ডে। আসলে গল্পটা একটু অন্যরকম! বহুদিনের প্রতীক্ষার অবসান অবশেষে। প্রত্যন্ত জঙ্গলমহল থেকে এবার সিটি অফ জয় এক গাড়িতেই কাবার।  এবার একটা বাসেই পৌঁছে যাবেন কলকাতা। সরাসরি প্রত্যন্ত জঙ্গলমহল থেকে কলকাতার দূরত্বটা এবার ছোট হয়ে গেল বাঁকুড়ার বুকে।
advertisement

জঙ্গলমহলের ঝিলিমিলি-কলকাতা বেসরকারি বাস পরিষেবা চালু হল। দিনের বেলায় এই বেসরকারি বাস পরিষেবা চালুর ফলে জঙ্গলমহলের বাস যাত্রী থেকে শুরু করে মুকুটমণিপুর ও জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদেরও সুবিধা হবে বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ার পাম্প মোড়ে ওই বেসরকারি বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।

advertisement

বাস কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, প্রতিদিন ভোর চারটে চল্লিশে-এ ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে বাসটি। খাতড়া থেকে বেরিয়ে যাবে ভোর পাঁচটা পঁচিশ নাগাদ। আবার কলকাতা থেকে ফেরার সময় রয়েছে বিকেল তিনটে পঞ্চাশ। অগ্রিম সিট বুকিং এর কাউন্টার খাতড়াতে রয়েছে। পাশাপাশি ফোন কলের মাধ্যমেও সিট বুকিং করা যাবে। যাত্রীদের জন্য ওয়াইফাই, এসি, স্লিপার কোচের সুবিধা রয়েছে। ঝিলিমিলি থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে ৩০০ টাকা। খাতড়া থেকে কলকাতা যাতায়াত খরচ পড়বে আড়াইশো টাকা।

advertisement

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই মাছ ‘ক্যানসারের কারখানা’! উকুন-এঁটুলির ‘ডিপো’! ভুলেও মুখে দেবেন না! বাজারে দেখলেই অ্যালার্ট হোন

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে প্রতিবন্ধীদের জন্য। ‌ তাছাড়াও দুঃস্থ রোগী, রোগীর আত্মীয় ও দুঃস্থ রোগীদের সাহায্যের জন্য যেসব যাত্রীরা কলকাতা যাবেন, উপযুক্ত প্রমাণে বিনা খরচে তাদের নিয়ে যাওয়া হবে বলে বাস কর্তৃপক্ষ জানায়। এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে বাস পরিষেবার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী। দিনের বেলায় অল্প সময়ে কলকাতা যাতায়াতের সুবিধা পাওয়া যবে বলে খুশি জঙ্গলমহলের যাত্রীরা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kolkata Mukutmanipur Bus Service: সুবর্ণ সুযোগ! কলকাতা থেকে বিলাসী বাসে মুকুটমণিপুর চলুন ‘বিনা খরচেই’! জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল