এই মানুষগুলি চিকুনগুনিয়াপ্রবণ হলেও যে কোনও মানুষের যখন খুশি এই রোগ হতে পারে ৷ চিকুনগুনিয়া দুই প্রকারের মশা বহন করে ৷ একটি স্ত্রী অ্যাডিস অ্যালবোপিকাস মশা অন্যটি স্ত্রী অ্যাডিস অ্যাজিপ্টি মশা ৷ এই রোগ প্রাণঘাতী নয় ৷ তাও সবসময়েই রোগ নিরাময়ের থেকে রোগ প্রতিরোধই প্রাথমিকভাবে উচিত ৷ তবুও যদি এই রোগে আক্রান্ত হন তাহলে চিকুনগুনিয়ার লক্ষণগুলি জানা থাকতে শুরু থেকেই ব্যবস্থা নেওয়া যাবে ৷
advertisement
চিকুগুনিয়ার লক্ষণ
১) চিকুনগুনিয়ার শুরুতেই রোগীর জ্বর হয় ৷ যেটা সাতদিন অবধি থাকতে পারে ৷ এরপরেও যদি জ্বর না কমে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ৷
২) চিকুনগুনিয়ার রোগীদের মাথা ধরা এবং জ্বরের সঙ্গে মাথা ধরা হতে পারে ৷ যদি আপনার লক্ষণগুলি দেখা যায় তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে অবশ্যই ৷ চিকিৎসক পর্যবেক্ষণের পরেই এই বিষয়টি বুঝতে পারবেন ৷
৩) চিকুনগুনিয়ার শুরুেতই জয়েন্টে ব্যাথা হতে পারে ,এই জয়েন্টের ব্যাথা দীর্ঘস্থায়ীও হতে পারে ৷
৪) মাংসপেশীতে টানভাব এবং শরীর হালকা লাল রঙের র্যাশ বেরোতে দেখা যায় ৷
৫) চিকুনগুনিয়ায় রোগীর শরীর দুর্বল হয়ে যায় , ঘুম ঘুম পায় , ঘোর ঘোর লাগে ৷ এরকম যদি কোনও লক্ষণ দেখতে পান তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে যেন যোগাযোগ করেন ৷
ডিসক্লেমার: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা মূলত অনুমানের ভিত্তিতে, অনুগ্রহ করে এই কাজগুলি করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই কাজগুলি করবেন ৷