অ্যালোভেরা জেল- চুলের যত্ন নিতে রোজ অ্যালোভেরা ব্যবহার করুন। চুলের রুক্ষতা দূর করতে অ্যালোভেরা অত্যন্ত সাহায্য করে। শুধু তাই নয় চুল মজবুত করতেও অ্যালোভেরা সাহায্য করে।
আরও পড়ুন: রক্তচাপ কমাতে পারছেন না? এই ঘরোয়া নিয়মেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড প্রেশার
পাকা কলা- ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতে পাকা কলার কোনও তুলনা হয় না। দূর্বল চুল মজবুত করতেও অত্যন্ত সাহায্য করে পাকা কলা। চুলের শুষ্কতা দূর করতেও সাহায্য করে এই উপাদান।
advertisement
টক দই- চুলের সমস্যা দূর করতে টক দই খুবই উপকারি। চুলের ঘনত্ব বাড়তে সাহায্য করে এই উপাদান।
আরও পড়ুন: সন্তান লেখা-পড়া মনে রাখতে পারছে না? এই ডায়েট মানলেই স্মৃতিশক্তি প্রখর হবে
অলিভ অয়েল- অলিভ অয়েল হালকা গরম করে নিয়ে চুলে মেখে রাখতে পারেন। এতে চুল নরম হয়। হোলির রং মাখার পর চুলের ক্ষতি এড়াতে অত্যন্ত সাহায্য করে অলিভ অয়েল।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।