খান স্যরের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে তাঁর একটি ভিডিও-তে ভিউজ ছাপিয়ে যায় কয়ের লক্ষ। তাঁর কিছু কিছু ভিডিও-র ভিউজ তো কোটির সংখ্যা পেরিয়ে গিয়েছে।
এহেন জনপ্রিয় খান স্যরের পুরো নাম কী? এটা অনেকের কাছেই ধাঁধাঁ। উনি কখনওই নিজের পুরো নাম লেখেন না। কেউ কেউ বলেন তাঁর পুরো নাম ফয়সল খান। আবার অনেকের মত তাঁর নাম অমিত সিং। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, খান স্যরের জন্ম ১৯৯৩ সালে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।
advertisement
তাঁর বাবা ভারতীয় সেনার আধিকারিক ছিলেন। এখন অবসরপ্রাপ্ত। খান স্যরের বড় দাদাও সেনাবাহিনীতে কম্যান্ডো। এখানেই শেষ নয়। খান স্যর নিজেও ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু শারীরিক কারণে পরে খারিজ হয়ে যান। এর পর ইলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি সম্পূর্ণ করেন তিনি। পাশাপাশি একাধিক বইও লিখেছেন এই শিক্ষক।
গোরক্ষপুর থেকে পটনায় এসে কোচিং ইনস্টিটিউট শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই প্রতিষ্ঠান সাফল্য পায়নি। তবে এই ব্যর্থতায় তিনি হার মানেননি। প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খোলেন। অতিমারি পর্বে দ্রুত জনপ্রিয় হয় তাঁর চ্যানেল।
তবে চলার পথ মসৃণ নয়। এসেছে বিস্তর বাধা। রেলওয়ে রিক্রুটমেন্ট পরীক্ষার ফলাফল ঘিরে প্রতিবাদে শামিল হওয়ার জন্য ছাত্রছাত্রীদের উস্কানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছিল এফআইআর। কিন্তু রাজনৈতিক টানাপড়েনেও ভাটা পড়েনি এই শিক্ষকের জনপ্রিয়তায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাফল্য পেতে তাঁর দ্বারস্থ হন ছাত্রছাত্রীরা। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কেবিসি-র মঞ্চেও। সেখানেও বাজিমাত করেছেন। ৭ কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু উত্তর না জানায় খেলা ছেড়ে দেন সেখানে। সহ-প্রতিযোগীর সঙ্গে বাড়ি ফিরেছেন ১ কোটি টাকা পুরস্কার জয় করে।