TRENDING:

ওজন কমানোর জন্য কপিভা (Kapiva)-র আয়ুর্বেদিক পণ্যগুলি এখনই আপনার ডায়েটে যোগ করুন

Last Updated:

ওজন কমানোর জন্য আধুনিক আয়ুর্বেদিক লাইফস্টাইল ব্র্যান্ড কপিভা (Kapiva) নিয়ে এসেছে গবেষণালব্ধ ও বিজ্ঞানসম্মত নানা রকমের পণ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমান যুগে আমরা যে রকম জীবনযাপনে অভ্যস্ত, তাতে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা খুব একটা সহজ নয়। স্বাস্থ্য সম্পর্কিত এই ভাবনার কথা মাথায় রেখেই, ওজন কমানোর জন্য আধুনিক আয়ুর্বেদিক লাইফস্টাইল ব্র্যান্ড কপিভা (Kapiva) নিয়ে এসেছে গবেষণালব্ধ ও বিজ্ঞানসম্মত নানা রকমের পণ্য, যেগুলি অনায়াসে আপনি রোজকার ডায়েটের সাথে যোগ করতে পারেন। এর কার্যকরী উপাদানগুলি দ্রুত অথচ দীর্ঘমেয়াদি ফলাফল প্রদান করবে, এই বিশেষত্বের জন্যই কপিভা (Kapiva) বিখ্যাত।
advertisement

ওজন কমানোর জন্য বিভিন্ন রকমের ডায়েট থেকে শুরু করে সাপ্লিমেন্টের ব্যবহার, অনেক কিছুই করা যেতে পারে। কিন্তু এগুলি খুব একটা ভালো ফল দেয় না, তাই ট্রেন্ডের সাথে সাথে দ্রুত বিদায় নেয়। আমরা বিশ্বাস করি, যদি আপনি কার্যকর ফল পেতে চান তাহলে সেই পন্থাকে 'আপনার হয়ে কাজ' করতে হবে।

অস্বাস্থ্যকর পদ্ধতিতে মেদ ঝরালে, উপকারের তুলনায় ক্ষতি বেশি হবে। কিন্তু যদি আমরা বলি যে, সহজ শরীরচর্চা এবং ডায়েট শিডিউল মেনে চললে খুব সহজেই আপনি সমস্ত অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে ফেলতে পারবেন, তাহলে?

advertisement

ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধ শরীরের পক্ষে খুবই ভালো। এটি বিশুদ্ধ, ভরসাযোগ্য, প্রমাণিত এবং ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা আদর্শকে সমর্থন করে। এই সিস্টেম দীর্ঘদিন মেনে চলা সম্ভব এবং এর ফলে আপনি যে ফলাফল পাবেন তা অত্যন্ত কার্যকর ও দীর্ঘমেয়াদি।

কীভাবে কপিভা (Kapiva)-র হাত ধরে নিরাপদে ওজন কমানোর আয়ুর্বেদিক পন্থাকে আপন করে নেবেন

advertisement

এখন চাইলেই আপনি নানা ধরনের ডায়েট প্ল্যান, সাপ্লিমেন্ট এবং মিল রিপ্লেসমেন্ট প্ল্যান পেতে পারেন, যেগুলি আপনাকে ইনস্ট্যান্ট ওজন কমানোর আশ্বাস প্রদান করবে। কিন্তু একবার ভেবে দেখুন, এগুলি কতটা নিরাপদ ?

কপিভা (Kapiva)-র ওজন নিয়ন্ত্রণকারী জ্যুস দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এগুলি বিভিন্ন আয়ুর্বেদিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং তাদের সমস্ত গুণাগুণ এর মধ্যে বজায় রয়েছে। প্রতিটি পণ্য এমন সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেগুলি বিভিন্ন মরসুমে জোগাড় করা হয়, এবং এর মধ্যে কোনও রকম কৃত্রিম বা ক্ষতিকর পদার্থ মেশানো হয় না। কপিভা (Kapiva) যে পণ্যগুলি নিয়ে এসেছে সেগুলি নানা রকম গবেষণা করে এবং বিশেষজ্ঞদের নির্দেশ মেনে তৈরি করা হয়েছে। এছাড়াও, ওজন কমানোর এই পণ্যগুলি আপনাকে ফিট থাকতে সাহায্য করবে অথচ তার জন্য আপনার জীবনযাত্রায় কোনও বিশাল পরিবর্তনও করতে হবে না।

advertisement

নিরাপদে এবং প্রাকৃতিক উপায়ে আপনার ওজন নিয়ন্ত্রণ করার জন্য দুটি বেস্ট সেলিং পণ্য

১. Get Slim Juice

নাছোড় মেদের হাত থেকে মুক্তি পাওয়া খুব একটা সহজ কাজ নয়, তবে কপিভা (Kapiva)-র Get Slim Juice হল এক ধরনের স্বাস্থ্যকর পানীয় যা আপনাকে এই অসাধ্য সাধন করতে সাহায্য করবে। এতে রয়েছে ফ্ল্যাক্স সীড এবং রেড়ির নির্যাস থেকে প্রাপ্ত পুষ্টি, যা হজমের শক্তি বৃদ্ধি করতে এবং সামগ্রিক ভাবে আপনার শরীর ভালো রাখতে সাহায্য করবে। দ্য কপিভা অ্যাকাডেমি অফ আয়ুর্বেদ -এর ডাঃ আনন্দ জানিয়েছেন, “সান বীজ, এরন্দমূল এবং দারুহরিদ্রার মতো ১২টি আয়ুর্বেদিক ভেষজের নির্যাস ব্যবহার করে আমরা এই Get Slim Juice বানিয়েছি। প্রাকৃতিক উপায়ে এবং দীর্ঘ-মেয়াদি ফল লাভের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে এটি খুবই সহায়ক। এই ভেষজগুলিকে বিশেষ ভাবে নির্বাচন করা হয়েছে কারণ এদের মধ্যে রয়েছে মেদ গলানোর ক্ষমতা এবং আপনাকে এগুলি দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি প্রদান করবে। তাছাড়াও, এই হেলথ ড্রিঙ্ক রক্ত পরিশোধক হিসেবে কাজ কাজ করবে এবং ত্বক-সম্পর্কিত নানা সমস্যা সারিয়ে তুলবে।”

advertisement

জানেন কী? - দ্য কপিভা অ্যাকাডেমি অফ আয়ুর্বেদ সম্প্রতি একটি সমীক্ষা করেছে, এবং তাতে দেখা গিয়েছে যে এই হেলথ ড্রিঙ্ক সেবন করে ৬২% ব্যবহারকারী ২ কেজি পর্যন্ত ওজন কমিয়েছেন। তার পাশাপাশি, ৯০% ব্যবহারকারী লক্ষ্য করেছেন তাঁদের ওজন সম্পর্কিত যে সমস্ত শারীরিক সমস্যা ছিল সেগুলি ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

একে কীভাবে আপনার রোজকার ডায়েটের অংশ বানাবেন?

-  ব্যবহার করার আগে বোতলটি ভালো ভাবে ঝাঁকিয়ে নিন

-  ৩০ মিলি গেট স্লিম জ্যুস এক গ্লাস জলে মিশিয়ে নিন

-  দিনে দুই বার পান করুন, খাবার খাওয়ার এক ঘণ্টা আগে

২. Aloe Garcinia Juice

নাম দেখেই নিশ্চয় বুঝতে পারছেন, এই হেলথ জ্যুস তৈরি করা হয়েছে গার্সিনিয়া এবং অ্যালো ভেরার সংমিশ্রণেস এই মিশ্রণ ওজন কমানোর কাজে দারুণ কার্যকর। ডাঃ আনন্দ জানিয়েছেন, “ভেষজ উপায়ে তৈরি হওয়ার ফলে, এগুলি সেবন করলে কোনও রকম ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। অ্যালো + গার্সিনিয়ার সংমিশ্রণে তৈরি হওয়া এই জ্যুস মেটাবলিজম বৃদ্ধি করে কিন্তু ক্ষুধাবোধ কমিয়ে দেয়। এর ফলে সারা দিনে প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন হয়।” এর শক্তিশালী অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটারি গুণ শুধুই ওজন কমায় না বরং মেদ ঝরাতেও সাহায্য করে। তাই আপনার ওজন কমানোর ডায়েটে মর্নিং শট হিসেবে অবশ্যই এই জ্যুস যোগ করুন।

জানেন কী? - কপিভা (Kapiva)-র বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত একটি অভ্যন্তরীণ সমীক্ষায় জানা গিয়েছে, আমাদের ৬৯% ক্রেতা এই জ্যুস রোজ পান করে প্রায় ১ থেকে ২ কেজি ওজন কমিয়েছেন।

একে কীভাবে আপনার রোজকার ডায়েটে অন্তর্ভুক্ত করবেন?

  • ২৫০ মিলি জলের সাথে ৩০ মিলি Aloe Garcinia Juice মিশিয়ে নিন
  • আপনার পছন্দ মতো চিনি/মধু/নুন যোগ করুন
  • রোজ সকালে খালি পেটে পান করুন

উপসংহার

বর্তমানে প্রতিটি মানুষকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে ছুটতে হয়, এই পরিস্থিতিতে আমাদের মধ্যে অনেকের কাছেই ওজন নিয়ে মাথা ঘামানোর মতো সময় থাকে না। এক্ষেত্রে Kapiva-র ১০০% প্রাকৃতিক ওজন কমানোর জ্যুসগুলির সাহায্যে যে কেউ খুব সহজে প্রাকৃতিক উপায় ফিট এবং স্বাস্থ্যবান হয়ে উঠতে পারেন। উপলভ্য সব রকম পণ্য এখানে দেখে নিন এবং এগুলি ব্যবহারের মাধ্যমে প্রতিদিন একটু করে ওজন কমান ও স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে যাত্রা শুরু করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

কপিভা (Kapiva)-র তরফে এই প্রতিবেদনটি লিখেছে Studio 18

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওজন কমানোর জন্য কপিভা (Kapiva)-র আয়ুর্বেদিক পণ্যগুলি এখনই আপনার ডায়েটে যোগ করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল