আর নিজের প্রতিভাকে চেপে রেখে মরে যেতে হবে না আপনাকে(JNU Guard viral dance video)। ভাল নাচ বা গান জানলে, কারও জন্য অপেক্ষা করার দরকার নেই। পোস্ট করে দিন সোশ্যাল মিডিয়ায়। তারপর আপনার প্রতিভা যদি খাঁটি হয়, মানুষ আপনাকে চিনে নেবেই। ঠিক যেভাবে এবার ভাইরাল হয়েছেন জে এন ইউ অর্থাৎ জহরলাল নেহরু ইউনিভার্সিটির এক সিকিউরিটি গার্ড।
advertisement
সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট হয়েছে(JNU Guard viral dance video)। সেখানে জহরলাল নেহরু ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড 'জুলি' গানে নাচছেন। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। JNU Round Table নামের পেজ থেকে প্রথমে ভিডিওটি শেয়ার করা হয়। তারপর এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন তিনি।
দেড় মিনিটের এই নাচের ভিডিও মাথা খারাপ করে দিয়েছে নেটিজেনদের। 'জুলি জুলি' গানে দারুণ নেচেছেন ওই গার্ড। ট্যুইটারেতিরা লিখেছেন, "কোনও মানুষ কোন পজিশনে কাজ করে সেটা বড় নয়, তা প্রমাণ করেছেন এই ব্যক্তি।" কেউ লিখেছেন, " এই ব্যক্তি বড় পুরস্কার দাবি করেন।" আবার কেউ লিখেছেন, " বয়স একটা সংখ্যা মাত্র। তা প্রমাণ করেছেন এই গার্ড।"
আরও পড়ুন: কৌশিকী ও অদিতির যুগলবন্দী ! গোড়াচাঁদে মিশল ভোরের শিশির ! প্রশংসায় নেটিজেনরা
আপাতত ট্যুইটারের হট ভাইরাল(JNU Guard viral dance video) এই নাচ। অনেকেই বলেছেন এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ভিডিও চলাকালীন দারুণ উৎসাহ দিয়েছেন তাঁদের প্রিয় গার্ডকে। সকলে সমানে হাতে তালি দিয়ে গিয়েছেন। এই ছাত্ররাই প্রকাশ করেছেন ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের ঘরেই এই নাচের পর্ব চলছিল।