TRENDING:

JNU Guard viral dance video: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেচে মাত করলেন সিকিউরিটি গার্ড ! প্রশংসায় নেটিজেনরা! ভাইরাল ভিডিও

Last Updated:

JNU Guard viral dance video: আপাতত ট্যুইটারের হট ভাইরাল(JNU Guard viral dance video) এই নাচ। অনেকেই বলেছেন এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  কোথায় যে কোন প্রতিভা লুকিয়ে থাকে কে বলতে পারে! তবে আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক প্রতিভাকেই সামনে আসতে দেখছি (JNU Guard viral dance video)। নানা ভাইরাল ভিডিওতে উঠে আসছেন তাঁরা। কখনও তানজানিয়ার হিন্দি না জানা ছেলে মেয়ে দারুণ লিপ দিয়ে হচ্ছেন ভাইরাল। আবার কখনও রানু মণ্ডল কিংবা বাদাম কাকুরা ভাইরাল হচ্ছেন। তাঁদের গান বা প্রতিভা হয়ত লুকিয়েই থেকে যেত। এভাবেই মরে যেতে হত। কিন্তু যুগ বদলেছে।
advertisement

আর নিজের প্রতিভাকে চেপে রেখে মরে যেতে হবে না আপনাকে(JNU Guard viral dance video)। ভাল নাচ বা গান জানলে, কারও জন্য অপেক্ষা করার দরকার নেই। পোস্ট করে দিন সোশ্যাল মিডিয়ায়। তারপর আপনার প্রতিভা যদি খাঁটি হয়, মানুষ আপনাকে চিনে নেবেই। ঠিক যেভাবে এবার ভাইরাল হয়েছেন জে এন ইউ অর্থাৎ জহরলাল নেহরু ইউনিভার্সিটির এক সিকিউরিটি গার্ড।

advertisement

সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট হয়েছে(JNU Guard viral dance video)। সেখানে জহরলাল নেহরু ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ড 'জুলি' গানে নাচছেন। আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। JNU Round Table নামের পেজ থেকে প্রথমে ভিডিওটি শেয়ার করা হয়। তারপর এখন নেট দুনিয়ার নতুন সেনসেশন তিনি।

advertisement

দেড় মিনিটের এই নাচের ভিডিও মাথা খারাপ করে দিয়েছে নেটিজেনদের। 'জুলি জুলি' গানে দারুণ নেচেছেন ওই গার্ড। ট্যুইটারেতিরা লিখেছেন, "কোনও মানুষ কোন পজিশনে কাজ করে সেটা বড় নয়, তা প্রমাণ করেছেন এই ব্যক্তি।" কেউ লিখেছেন, " এই ব্যক্তি বড় পুরস্কার দাবি করেন।" আবার কেউ লিখেছেন, " বয়স একটা সংখ্যা মাত্র। তা প্রমাণ করেছেন এই গার্ড।"

advertisement

 আরও পড়ুন: কৌশিকী ও অদিতির যুগলবন্দী ! গোড়াচাঁদে মিশল ভোরের শিশির ! প্রশংসায় নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আপাতত ট্যুইটারের হট ভাইরাল(JNU Guard viral dance video) এই নাচ। অনেকেই বলেছেন এই ব্যক্তিকে ডান্স শোতে পাঠানো হোক। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ভিডিও চলাকালীন দারুণ উৎসাহ দিয়েছেন তাঁদের প্রিয় গার্ডকে। সকলে সমানে হাতে তালি দিয়ে গিয়েছেন। এই ছাত্ররাই প্রকাশ করেছেন ভিডিওটি। বিশ্ববিদ্যালয়ের ঘরেই এই নাচের পর্ব চলছিল।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
JNU Guard viral dance video: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই নেচে মাত করলেন সিকিউরিটি গার্ড ! প্রশংসায় নেটিজেনরা! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল