TRENDING:

Jhargram Tourism: ঝাড়গ্রাম বেড়াতে যাবেন? আপনার জন্য বড় চমক অপেক্ষা করছে, হোটেল বুক করার আগে জেনে নিন

Last Updated:

বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্যান-পর্যটন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটন ক্ষেত্রে নয়া মোড়, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও গড়ে উঠতে চলেছে উদ্যান-পর্যটন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হোমস্টে-হোটেলগুলিতে নেওয়া হচ্ছে উদ্যান গড়ার উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্যান-পর্যটন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পর্যটন ক্ষেত্রে নয়া মোড়, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামেও গড়ে উঠতে চলেছে উদ্যান-পর্যটন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হোমস্টে-হোটেলগুলিতে নেওয়া হচ্ছে উদ্যান গড়ার উদ্যোগ। জেলার পাহাড়, অরণ্য ও উপত্যকার মাঝে একাধিক হোটেল, রিসর্ট, লজ, হোম-স্টে গড়ে উঠেছে। সেইসব হোটেল, রিসর্টের ফাঁকা জায়গায় ফলের বাগান করে ‘উদ্যান পর্যটন’ প্রসারের উদ্যোগ নিচ্ছে জেলা উদ্যান দফতর। ঝাড়গ্রাম জেলা উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে বিতরণ করা হবে ফুল ও ফলের চারাগাছ। পর্যটক নিবাসের ফাঁকা জায়গায় আম, পেঁপে, কলা, কাঁঠাল, লেবু, কুল গাছের চারা লাগানো হবে।
advertisement

পশ্চিমবঙ্গে উদ্যান পর্যটনের প্রসারে বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম ব্লককে বেছে নেওয়া হয়েছে। পর্যটকরা এবার শাল পিয়ালের জঙ্গলের পাশাপাশি ফলের বাগানের সান্নিধ্য উপভোগ করতে পারবেন। ঝাড়গ্রামে হোটেল, রিসর্ট, লজ, হোম-স্টের সংখ্যা ১৭২। ঝাড়গ্রাম ব্লক ও শহরে হোটেল, রিসর্ট, হোম-স্টের সংখ্যা ৬৫। বেলপাহাড়িতে হোম-স্টে ও রিসর্টের সংখ্যা ৫০-এর কাছাকাছি। বেলপাহাড়ির পর্যটন ব্যবসায়ীরা উদ্যান বিভাগের পরিকল্পনায় উৎসাহিত। তারা ফলের বাগান তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন। পর্যটক বাড়ায় প্রকৃতির কোলে নতুন-নতুন পর্যটক নিবাসও গড়ে উঠছে।

advertisement

উল্লেখ্য, ভারতের নানা প্রান্তে উদ্যান-পর্যটন জনপ্রিয় হয়ে উঠেছে। রিসর্ট, লজে ফলের বাগান গড়ে তোলা হচ্ছে। সেইসব বাগানে বিভিন্ন ঋতুতে এক-এক রকম ফল ধরছে। উৎপাদিত ফল স্থানীয় বাজার-সহ জেলা ও ভীনরাজ্যে রফতানি করা সম্ভব হবে। স্থানীয় মানুষ ফলের ব্যবসা করে বাড়তি উপার্জন করতে পারবেন। জীব বৈচিত্র্যের ক্ষেত্রেও এই এলাকায় পরিবর্তন আসবে। ফলের গাছে নানা প্রজাতির পাখিদের আনাগোনা বাড়বে। ফলভুক বন্য পশু-পাখির সংখাও বাড়বে। খাবারের অভাবে যে’সব পশুপাখি লুপ্ত হয়ে যাচ্ছে, তারা বাঁচবে।

advertisement

উদ্যান পর্যটনকে কেন্দ্র করে বন ও বন্যপ্রাণের সংরক্ষণ যেমন হবে, তেমনই পর্যটনের প্রসার ঘটলে এলাকার আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে। শুধু পাহাড়, অরণ্য, নদী নয়, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি পর্যটনে এক অন্য রূপেও পরিচিতি লাভ করবে। বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, জেলা উদ্যান দফতরের এই উদ্যোগ অভিনব ও প্রশংসাযোগ্য।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

তন্ময় নন্দী 

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jhargram Tourism: ঝাড়গ্রাম বেড়াতে যাবেন? আপনার জন্য বড় চমক অপেক্ষা করছে, হোটেল বুক করার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল