তিনি জানিয়েছেন যখন দুই দেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে বসে ফুচকা খেতে দেখেছেন, তখনই তিনি ঠিক করেছিলেন এ খাবারের স্বাদ পেতে হবে তাঁকেও৷
advertisement
ট্যুইটারে ফুচকা খাওয়ার ভিডিও শেয়ারও করেছেন সুজুকি৷ ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে তাঁকে ফুলের মালায় স্বাগত জানানো হল৷ কয়েক সেকেন্ড পরেই দেখা যাচ্ছে রেস্তরাঁয় বসে তাঁকে ফুচকা খেতে দেখা যায়৷ তাঁকে দেখে নেটিজেনদের ধারণা, মুখরোচক ফুচকা দিব্যি লেগেছে তাঁর৷ পরে তাঁকে চাট খেতেও দেখা যায়৷ মশলাদার আলুর স্বাদ ও গন্ধে মুখ ভরে যায়৷ খুবই সুস্বাদু৷ ভিডিওর শেষে তাঁকে খাবারের প্রশংসা করতেও শোনা গিয়েছে৷
হিরোশি সুজুকির শেয়ার করা ভিডিওতে এখনও পর্যন্ত ৬ লাখের বেশি ভিউজ এসেছে৷ লাইক এসেছে ১৩ হাজারের বেশি৷ আরও একটি ট্যুইটে হিরোশি সুজুকি উল্লেখ করেছেন ‘‘অসাধারণ সন্ধ্যারতি দেখার পর আমি খাঁটি বারাণসী থালি খেয়েছি৷ আমার অনবদ্য লেগেছে৷ এই উষ্ণ আতিথ্যের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷’’
তাঁর পোস্টে অসংখ্য মন্তব্য এসেছে৷ এক নেটিজেন লিখেছেন ভারতীয় শহরের পথে মুখরোচক খাবার অতুলনীয়৷ আর এক জনের কথায় ভারতের ফুচকার আবেদন বিশ্বজনীন৷
