TRENDING:

এবার চিলেকোঠায় জমবে জামাইয়ের পেটপুজো !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জামাই আদরে যেন কমতি না পরে ৷ তাই পাত পেরে জামাইয়ের পেট পুজোয় নতুন স্বাদ আনতে তৎপর মেয়ের মা-বাবারা ৷ কচু শাক থেকে ইলিশ ৷ চিংড়ি থেকে ভেটকির পাতুরি ৷ মাছের মাথার ডাল থেকে ঝুড়ি আলুভাজা ৷ শেষপাতে জামাইকে খুশি করতে তো মিষ্টিটাও দিতে হবে ! ভাবছেন কীভাবে করবেন এই আয়োজন? নো চিন্তা ৷ বরং এবার ট্রেন্ডটাই বদলে ফেলুন, জামাইবাবাজিকে বাড়িতে না খাইয়ে, বরং সোজা নিয়ে যান রেস্তোরাঁয় ! আর রেস্তোরাঁ মানেই এবার একেবারে বাঙালি রসনায় ঠাসা চিলেকোঠা !
advertisement

হ্যাঁ, দক্ষিণ কলকাতার ‘চিলেকোঠা’ রেস্তোরাঁতে মিলবে এবার জামাইষষ্ঠীর স্পেশাল খানাপিনা ৷ যা কিনা বাঙালির রসনাকে উসকে দেবে চট করে ৷ তা কী কী মিলবে চিলেকোঠার অন্দরে?

জামাইষষ্ঠীর স্পেশাল মেন্যুর নাম ‘Maach Mango More...’ ৷ আর এই মেন্যু তৈরি হয়েছে শুধুই আম ব্যবহার করে ৷ যেমন, আম কালাকাঁদ, আম ক্ষীর, আম চিতল, পাবদা টক ঝাল, ইলিশ আম তেল, রসকলি মুরগি, আম কাসুন্দি মটন, আমসত্ত পনির, ভেজ পকোড়া, আম আঙুর, চাটনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রয়েছে ষষ্ঠী স্পেশাল থালিও ৷ যার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, ৫ রকম ভাজা, তরকারি ডাল, পোলাও, সবজি, ভেটকি পাতুরি, ইলিশ আম তেল, পাথর কষা মটন, আম আঙুর চাটনি, আম ক্ষীর ৷ দাম পড়বে ১১৫০ টাকা (ট্যাক্স ব্যতিত) ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এবার চিলেকোঠায় জমবে জামাইয়ের পেটপুজো !