হ্যাঁ, দক্ষিণ কলকাতার ‘চিলেকোঠা’ রেস্তোরাঁতে মিলবে এবার জামাইষষ্ঠীর স্পেশাল খানাপিনা ৷ যা কিনা বাঙালির রসনাকে উসকে দেবে চট করে ৷ তা কী কী মিলবে চিলেকোঠার অন্দরে?
জামাইষষ্ঠীর স্পেশাল মেন্যুর নাম ‘Maach Mango More...’ ৷ আর এই মেন্যু তৈরি হয়েছে শুধুই আম ব্যবহার করে ৷ যেমন, আম কালাকাঁদ, আম ক্ষীর, আম চিতল, পাবদা টক ঝাল, ইলিশ আম তেল, রসকলি মুরগি, আম কাসুন্দি মটন, আমসত্ত পনির, ভেজ পকোড়া, আম আঙুর, চাটনি ৷
advertisement
রয়েছে ষষ্ঠী স্পেশাল থালিও ৷ যার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, ৫ রকম ভাজা, তরকারি ডাল, পোলাও, সবজি, ভেটকি পাতুরি, ইলিশ আম তেল, পাথর কষা মটন, আম আঙুর চাটনি, আম ক্ষীর ৷ দাম পড়বে ১১৫০ টাকা (ট্যাক্স ব্যতিত) ৷
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2019 6:06 PM IST