TRENDING:

পুজোর ভিড়ে ঠাকুর দেখার পাশাপাশি করোনা রুখতে সঙ্গে থাক জল নেতির অভ্যাস

Last Updated:

Jal Neti to Prevent Covid 19: পুজোর মরশুমে তাই সঙ্গে থাক এই অভ্যাস, যা একই সঙ্গে করোনা এবং ফ্লু থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধিনিষেধ শিথিল হলেও করোনা-কাঁটা এখনো পুরোপুরি যায়নি৷ বিভিন্ন দেশে তথা আমাদের দেশেও কোভিড ১৯-এর গ্রাফ ওঠা-নামা করছে। তাই অতিমারির বিরুদ্ধে লড়াই করার জন্যে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা এবং প্রয়োজনে নতুন পদ্ধতিও অবলম্বন করতে হবে৷ যার মধ্যে একটি পদ্ধতি হল জল নেতির রুটিন মেনে চলা। জল নেতি হল একটি যোগ ক্রিয়া যা আয়ুর্বেদে শ্লেষ্মা এবং দূষিত পদার্থ পরিষ্কার করার জন্য জনপ্রিয়। পুজোর মরশুমে তাই সঙ্গে থাক এই অভ্যাস, যা একই সঙ্গে করোনা এবং ফ্লু থেকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে।
বিধিনিষেধ শিথিল হলেও করোনা-কাঁটা এখনো পুরোপুরি যায়নি
বিধিনিষেধ শিথিল হলেও করোনা-কাঁটা এখনো পুরোপুরি যায়নি
advertisement

আসলে জল নেতি নাক ও সাইনাস থেকে টক্সিন বের করায় শরীর সুস্থ থাকে। এটি শ্বাসকষ্ট, সর্দি, কাশি, সাইনোসাইটিস এবং শ্বাসযন্ত্রের অ্যালার্জি থেকে রেহাই পেতে সাহায্য করে। মহামারীতে অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে জল নেতির মাধ্যমে শ্বসনতন্ত্র পরিষ্কার হওয়ায় কোভিড ১৯ সংক্রমণ হওয়ার ঝুঁকি কমে যায়৷ শুধু তাই নয়, জল নেতি কোভিড রোগীকে দ্রুত সুস্থ করতেও সাহায্য করে।

advertisement

আরও পড়ুন :  কলকাতায় দুর্গাপুজো দেখতে হলে এই কাজগুলো করতেই হবে, না হলে সব মজাই মাটি

কোভিড ১৯ ছাড়াও, যোগাসন বিশেষজ্ঞরা দাবি করেন যে জল নেতি অনবরত অভ্যাস করলে অ্যাস্থমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং পালমোনারি টিউবারকিউলোসিসের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলিও সমাধান হতে পারে। এমনকী এটি ইএনটি অর্থাৎ নাক, কান ও গলার সমস্যা যেমন মায়োপিয়া, এলার্জিক রাইনাইটিস এবং টনসিলাইটিস ইত্যাদি নিরাময়েও কার্যকরী।

advertisement

আরও পড়ুন :  কোভিড ১৯ না কি সাধারণ জ্বর! উপসর্গ প্রায় এক হলেও পুজোর মুখে বেশি ঝুঁকি কোথায়, জেনে নিন

তাছাড়া জল নেতি মুখের পেশি শিথিল করার জন্যেও অভ্যাস করতে পারি আমরা। একই সঙ্গে রাগ কমাতে এবং মানসিক চাপেও জল নেতির সাহায্য নেওয়া যায়। আসলে যোগাসনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক প্রভাব রয়েছে৷ জল নেতিও ব্যতিক্রম নয়। পাশাপাশি এটি হজম ক্ষমতা এবং রক্ত সঞ্চালন বাড়ায়, সামগ্রিকভাবে শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এটি একটি খুবই সাধারণ ব্যায়াম যাতে কায়িক শ্রম লাগে না৷ এমনকী শিশু ও বয়স্করাও সহজে এই ব্যায়াম করতে পারেন।

advertisement

তাহলে বাড়িতে কীভাবে সঠিক উপায়ে জল নেতি অভ্যাস করা যায় জেনে নেওয়া যাক-

১. প্রথমে একটি পাত্র বা গ্লাস নুন জল দিয়ে ভর্তি করতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে।

২. এবার এতে ধীরে ধীরে একটি নাসারন্ধ্রের সামনের দিকটি প্রবেশ করাতে হবে।

৩. সামনের দিকে ঝুঁকে নেতি পাত্রটি এমনভাবে কাত করতে হবে যাতে লবণাক্ত জল নাকের ছিদ্রে চলে যায় এবং আমরা মুখ দিয়ে সেটি বের করতে পারি।

advertisement

৪. এরপর একই ভাবে জল অন্য নাসারন্ধ্রে নেওয়ার চেষ্টা করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

৫. কিছুক্ষণের মধ্যেই নাক সরিয়ে নিয়ে নাক থেকে জল বের করে দিতে হবে। সব শেষে নাক থেকে শ্লেষ্মা বের করতে ভাল করে নাক ঘষে পরিষ্কার করে নিতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুজোর ভিড়ে ঠাকুর দেখার পাশাপাশি করোনা রুখতে সঙ্গে থাক জল নেতির অভ্যাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল