TRENDING:

Pregnant Dad: ৫ মাসের অন্তঃসত্ত্বা এই বাবা! চিকি‍ৎসাশাস্ত্রের এই বিস্ময়কর ঘটনায় হতবাক সকলে

Last Updated:

Pregnant Dad: বিরল এই ঘটনা ইতালিতে প্রথম বার ঘটল বলে জানা গিয়েছে। তাঁর নামকরণ হয়েছে ‘সিহর্স ড্যাড’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে বিরল অভিজ্ঞতার শিকার ইতালীয় যুবক মার্কো। এই রূপান্তরকামী নারী থেকে পুরুষ হওয়ার পদ্ধতিতে ছিলেন। সেই প্রক্রিয়া চলাকালীনই জানতে পারলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিরল এই ঘটনা ইতালিতে প্রথম বার ঘটল বলে জানা গিয়েছে। তাঁর নামকরণ হয়েছে ‘সিহর্স ড্যাড’।
বিরল এই ঘটনা ইতালিতে প্রথম বার ঘটল বলে জানা গিয়েছে
বিরল এই ঘটনা ইতালিতে প্রথম বার ঘটল বলে জানা গিয়েছে
advertisement

রূপান্তরকামী ওই নারীর স্তন বাদ দেওয়া হয়েছিল ম্যাস্টেক্টমি অস্ত্রোপচারে। তিনি তৈরি হচ্ছিলেন হিস্টেক্টমি বা জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচারের জন্য। সে সময়ই রোমের এক হাসপাতালে ধরা পড়ে তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাঁকে জানান পরিস্থিতির কথা। ডাক্তারদের মতে, ‘‘এখনই হরমোন থেরাপি বন্ধ করতে হবে। না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। কারণ অন্তঃসত্ত্বা পর্বের প্রথম তিন মাস সময়পর্ব গুরুত্বপূর্ণ গর্ভস্থ শিশুর অঙ্গগঠনের জন্য।’’

advertisement

এই ঘটনার পিছনে ডাক্তারদের ব্যাখ্যা, হরমোন থেরাপির জন্য ঋতুচক্র বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা কোনও গর্ভনিরোধক নয়। তাই ওই মহিলার শরীরে ডিম্বাণু তৈরি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন : বার্ষিক আয়কর দিতেন ১২ লক্ষ! কর্পোরেট চাকরি, বিলাসিতা বিসর্জন দিয়ে বম্বে আইআইটি-র প্রাক্তনী এখন সর্বত্যাগী সন্ন্যাসী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইতালীয় আইন অনুযায়ী, অন্তঃসত্ত্বার শরীরে কোনও জটিলতা না থাকলে পাঁচ মাসের ভ্রূণ গর্ভপাত করানো যাবে না। সব মিলিয়ে মার্কো তাঁর সন্তানের জন্ম দিতে রাজি হয়েছেন। তবে তিনি শিশুর প্রাকৃতিক জন্মদাত্রী হলেও আইনত সদ্যোজাতর বাবা হিসেবে নথিভুক্ত হবেন। প্রসঙ্গত রূপান্তরকামীরা অন্তঃসত্ত্বা হলে তাঁদের সি হর্স ড্যাড বলা হয়। কারণ প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি সিহর্স প্রাণীর পুরুষ প্রজাতি সন্তান বহন করে এবং সন্তানের জন্মও দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pregnant Dad: ৫ মাসের অন্তঃসত্ত্বা এই বাবা! চিকি‍ৎসাশাস্ত্রের এই বিস্ময়কর ঘটনায় হতবাক সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল