TRENDING:

Basmati Rice: বাসমতী চালের জন্ম কোথায়? এবার চাল নিয়ে লড়াইয়ে ভারত-পাকিস্তান

Last Updated:

বাসমতী চাল রফতানির ক্ষেত্রে ভারত বৃহত্তম দেশ। ভারতের বার্ষিক আয় ৬.৮ বিলিয়ন ডলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বাসমতী চাল কার? এবার ভারত (India) আর পাকিস্তানের (Pakistan) সম্পর্ক এসে ঠেকল আরও তলানিতে। সীমান্ত ও কুটনৈতিক বিষয়ে আগে থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক দুই প্রতিবেশী দেশের। এবার নতুন করে চাল বিতর্কে জড়িয়েছে দুই দেশ। আসলে কিছু দিন আগেই প্রোটেকটেড জিওগ্রাফিকাল ইনডিকেশন (Protected Geographical Indication) বা পিজিআই ট্যাগ-এর জন্য ইয়োরোপিয়ান ইউনিয়নের দ্বারস্থ হয় ভারত। এর অনুমোদন পাওয়া গেলে বিদেশের বাজারে বাসমতীর মালিকানা থাকবে ভারতের। এই খবর জানতে পেরে হাত গুটিয়ে বসে থাকেনি পাকিস্তান। কারণ কয়েক বছর ধরে ইওরোপের বাজারে চাল রফতানিতে বড় জায়গা করেছে পাকিস্তান, ফলে ওই দেশের আশঙ্কা ভারত যদি ট্যাগ পায় তাহলে বিদেশের বাজারে তাদের মান কমবে।
advertisement

বাসমতী চাল রফতানির ক্ষেত্রে ভারত বৃহত্তম দেশ। ভারতের বার্ষিক আয় ৬.৮ বিলিয়ন ডলার। সেখানে পাকিস্তানের বার্ষিক আয় ২.২ বিলিয়ন ডলার। ইদানিং পাকিস্তান চাল রফতানি বাড়িয়েছে। করোনা পরিস্থিতিতে পাক প্রশাসনের উপার্জনের একটা বড় ক্ষেত্র হয়ে উঠেছে এই রফতানি। কিন্ত ভারত যদি এই ট্যাগ পায় তাহলে বিদেশের বাজারে প্রমাণিত হবে ভালো মানের বাসমতী আমাদের দেশ উৎপাদন করে। এই ভয়ে ঘুম আসছে না পাক প্রশাসনের!

advertisement

তবে ভারত কিন্তু এমনটা দাবি করেনি যে একমাত্র এখানেই বাসমতী চাল উৎপাদন হয়। কেন্দ্রের দাবি ট্যাগ পাওয়া গেলে ধানের উৎপাদন দিকে মনোনিবেশ করা যাবে। ফলে আরও ভালো মানের বাসমতীর চাষ করা যাবে। প্রোটেকটেড জিওগ্রাফিকাল ইনডিকেশন বা পিজিআই ট্যাগ হল এমন একটি স্বীকৃতি যা দ্বারা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের ও সেখানকার কারিগরদের উন্নতি হয়। যেমনটা কলকাতার রসগোল্লা বা বেনারসের শাড়ির ক্ষেত্রে হয়েছে। নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বৈশিষ্ট্যযুক্ত সামগ্রীর ক্ষেত্রে এই ট্যাগের দাবি করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাসমতীর আক্ষরিক অর্থ 'সুগন্ধি'। এই ধান ভারত এবং পাকিস্তানে চাষ হয়। এই ধান হিমালয়ের পাদদেশের অঞ্চলগুলি যেমন, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি এবং জম্মু ও কাশ্মীরে চাষ হয়। প্রাচীন ভারতে বাসমতীর চাষ হয়েছে বলে ইতিহাস দাবি করে। এছাড়াও অ্যারোমেটিক রাইসেস (Aromatic Rices) নামে একটি বইয়ে লেখা হয়েছে মহেঞ্জোদড়ো সভ্যতার খননের সময় এই চালের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ফলে এই ধানের উৎপত্তি যে প্রাচীন ভারতেই, তাতে সন্দেহ থাকছে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Basmati Rice: বাসমতী চালের জন্ম কোথায়? এবার চাল নিয়ে লড়াইয়ে ভারত-পাকিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল