যেমন এই ভিডিওটি । পুঁচকে এক শিশুর মুখের কথা আর তার হাবভাবে এখন মজে রয়েছে সোশ্যাল মিডিয়া । সম্প্রতি ফেসবুকে নতুন একটি ভিডিও পোস্ট হয়েছে, যা দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা । ফলে পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভিউয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে গিয়েছে । এই মুহূর্তে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটিকে পড়তে বসিয়েছে তার মা । কিন্তু কিছুতেই লিখবে না সে । অঝোর ধারায় কেঁদেই চলেছে খুদে । আর সবচেয়েও মজার তার মুখের কথাগুলি । তার বক্তব্য, সে ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে । বাবা-মায়ের কথা সে মেনে নেবে । এমনকি সে এমনও বলছে, এ রকম বাবা-মা তার দরকার নেই । বড় হয়ে দরকারে সে ঘরের কাজ করবে, বাবা-মা’র পা টিপে দেবে, তবু পড়াশোনা সে করবে না । সেই খুদে আবার এমনও বলেছে, কাজ করতে করতে সে কালো হয়ে যাবে, তবু কাজ করে যাবে । আধো আধো উচ্চারণে ছোট্ট মেয়েটির মুখে এমন কষ্টের কথা শুনে নেটিজেনরা অনেকে মশকরা করেছেন, আবার অনেকে সহানুভূতিশীলও হয়েছেন ।
প্রচুর মানুষ কমেন্ট করেছেন ভিডিওটিতে । বহু সুস্থ বুদ্ধিসম্পন্ন, অনুভূতিপ্রবণ মানুষই বাচ্চাটির মা’কে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন, নিজের বাচ্চার উপর এমন কঠিন, কঠোর হওয়ার জন্য । এবং গোটা ঘটনার ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য । বাচ্চাটিকে তার বয়সের অনুযায়ী বেশিই শাসন করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে তাঁর শৈশব, তার প্রতি নির্মমতা দেখাচ্ছেন বাবা-মা, এমন মন্তব্যও করেছেন অনেকে ।