আর অনেক সময়েই এখানে মজার ছলে বেশ কিছু কাজের ভিডিওও আপলোড হচ্ছে ৷ সোশ্যাল ডিসটেনশিং-র বার্তা দেওয়া এরকই এক ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে একদম সাধারণ ঘরের এক ছবি তুলে ধরা হয়েছে ৷ দালানে খেতে বসেছেন স্বামী ৷ সামনেই উনুনে হাঁড়িতে কিছু রান্নাও রাখা রয়েছে ৷ স্ত্রী একটি হাতার সঙ্গে একটি লম্বা গাছের ডাল লাগানো রয়েছে ৷ আর সেই হাতা দিয়েই স্বামীকে খেতে দিচ্ছেন স্ত্রী৷ আসলে বারবার ধরে সব জায়গায় অন্তত এক মিটারের দূরত্ব রাখার কথা বলা হচ্ছে আর এই ভিডিওতেও সেটাই দেখা যাচ্ছে ৷
advertisement
দেখে নিন সেই ভিডিও
@user6666432587214♬ original sound - 🍁🌟 M Ī M Ī 🌟🍁
ভিডিওটি আপলোড হয়েছে রবিওল গায়েন নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ হয়েছে ১,৩ কোটি ৷ তাঁর হ্যান্ডেলে ফলোয়ার রয়েছে সাড়ে আটতিরিশ হাজার৷
আরও পড়ুন - ‘আমি ১৭, আমাদের বাড়িতে কাজ করে যে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক, কিন্তু ও সকলকে বলতে বারণ করছে!’
এর আগে যেখানে তার ভিডিওগুলিতে মাত্র কয়েক হাজার ভিউ থাকত সেখান থেকে করোনার সময়ে এইভাবে সোশ্যাল ডিসটেনসিংয়ের দূরত্বের বার্তা মজা করে পৌঁছে দেওয়ায় তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ৷
হাসির ছলেও যেন মানুষ এই সতর্কতাবাণী মানেন এটাই এখন উদ্দেশ্য সকলের ৷ আসলে মারণ রোগকে রুখতে এই দূরত্বই একমাত্র কার্যকারী ৷
