TRENDING:

Skin Tan: রোদে পোড়া দাগ দূর করবে এইসব ঘরোয়া উপাদান! ট্যান দূর করবে ম্যাজিকের মতো

Last Updated:

রোদে পোড়া দাগ দূর করবে এইসব ঘরোয়া উপাদান! ট্যান দূর করতে ম্যাজিকের মতো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রখর রোদ ও ঘামের কারণে বর্ষায় ত্বকে ট্যান পড়ে যায়। ট্যানের কারণে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখাতে শুরু করে। মুখে শুষ্কতা আসে এবং ব্রণ ইত্যাদিও বের হতে থাকে। ক্ষতিগ্রস্ত ত্বকে উজ্জ্বলতা আনতে কোনো ক্রিম বা ওষুধ ব্যবহার করলে সমস্যা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করা যেতে পারে।
advertisement

লেবুর রস এবং মধু- লেবুর রসে ব্লিচিং এজেন্ট থাকলেও মধু ত্বককে পুষ্টি ও উজ্জ্বল করতে কাজ করে। এক্ষেত্রে একটি পাত্রে এক চামচ তাজা লেবুর রস ছেঁকে তাতে সমপরিমাণ মধু যোগ করতে হবে। এবার এটি ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। চাইলে এতে চিনি মিশিয়েও স্ক্রাব করা যেতে পারে। এভাবে ত্বকের মরা চামড়া উঠে যাবে এবং মুখে উজ্জ্বলতা আসবে।

advertisement

আরও পড়ুন: অকালেই বুড়িয়ে যাচ্ছেন? কয়েক সপ্তাহেই মিলবে টানটান ও জেল্লাদার ত্বক, কীভাবে? জেনে নিন

দই এবং টমেটো- দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি নরম করে। যদিও টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে দ্রুত নিরাময় করতে এবং সুস্থ রাখতে কাজ করে। একটি টমেটো নিয়ে এতে খোসা ছাড়িয়ে এতে ১-২ টেবিল চামচ তাজা দই যোগ করে পেস্ট তৈরি করতে হবে। মুখে লাগানোর ২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে।

advertisement

হলুদ ও বেসন- হলুদ ও বেসন-এ এমন অনেক উপাদান রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে এবং সমস্যা দূর করতে কাজ করে। একটি পাত্রে ১ চামচ হলুদ নিতে হবে এবং এতে ১ কাপ বেসন মেশাতে হবে। এবার এতে জল বা দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে এবং  ১৫ মিনিট পরে স্ক্রাব করার সময় মুখ ধুয়ে ফেলতে হবে।

advertisement

আলুর রস- ট্যানিং দূর করতেও আলুর রস খুবই উপকারী। এর সাহায্যে  সহজেই ত্বকের দাগ দূর করা যেতে পারে। এতে রয়েছে ব্লিচিং এজেন্ট যা ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে। একটি কাঁচা আলু ধুয়ে পিষে এর রস বের করতে হবে। তুলোর সাহায্যে মুখ ও ত্বকে লাগিয়ে এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এগুলোর নিয়মিত ব্যবহারে ট্যানিং দূর হবে এবং ত্বকে উজ্জ্বলতা দেখা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Tan: রোদে পোড়া দাগ দূর করবে এইসব ঘরোয়া উপাদান! ট্যান দূর করবে ম্যাজিকের মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল