লেবুর রস এবং মধু- লেবুর রসে ব্লিচিং এজেন্ট থাকলেও মধু ত্বককে পুষ্টি ও উজ্জ্বল করতে কাজ করে। এক্ষেত্রে একটি পাত্রে এক চামচ তাজা লেবুর রস ছেঁকে তাতে সমপরিমাণ মধু যোগ করতে হবে। এবার এটি ত্বকে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। চাইলে এতে চিনি মিশিয়েও স্ক্রাব করা যেতে পারে। এভাবে ত্বকের মরা চামড়া উঠে যাবে এবং মুখে উজ্জ্বলতা আসবে।
advertisement
আরও পড়ুন: অকালেই বুড়িয়ে যাচ্ছেন? কয়েক সপ্তাহেই মিলবে টানটান ও জেল্লাদার ত্বক, কীভাবে? জেনে নিন
দই এবং টমেটো- দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি নরম করে। যদিও টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে দ্রুত নিরাময় করতে এবং সুস্থ রাখতে কাজ করে। একটি টমেটো নিয়ে এতে খোসা ছাড়িয়ে এতে ১-২ টেবিল চামচ তাজা দই যোগ করে পেস্ট তৈরি করতে হবে। মুখে লাগানোর ২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে।
হলুদ ও বেসন- হলুদ ও বেসন-এ এমন অনেক উপাদান রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে এবং সমস্যা দূর করতে কাজ করে। একটি পাত্রে ১ চামচ হলুদ নিতে হবে এবং এতে ১ কাপ বেসন মেশাতে হবে। এবার এতে জল বা দুধ যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে এবং ১৫ মিনিট পরে স্ক্রাব করার সময় মুখ ধুয়ে ফেলতে হবে।
আলুর রস- ট্যানিং দূর করতেও আলুর রস খুবই উপকারী। এর সাহায্যে সহজেই ত্বকের দাগ দূর করা যেতে পারে। এতে রয়েছে ব্লিচিং এজেন্ট যা ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে। একটি কাঁচা আলু ধুয়ে পিষে এর রস বের করতে হবে। তুলোর সাহায্যে মুখ ও ত্বকে লাগিয়ে এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এগুলোর নিয়মিত ব্যবহারে ট্যানিং দূর হবে এবং ত্বকে উজ্জ্বলতা দেখা যাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন