TRENDING:

যে-কোনওরকম ফোসকার হাত থেকে ঝটপট মুক্তি পাওয়ার ঘরোয়া টিপস

Last Updated:

যে-কোনওরকম ফোসকার হাত থেকে ঝটপট মুক্তি পাওয়ার ঘরোয়া টিপস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:নতুন জুতো, বা পুড়ে ফিয়ে ফোসকা পড়েছে? জ্বালা-যন্ত্রণায় নাজেহাল! ফোসকার হাত থেকে রেহাই পেতে রইল কিছু ঘরোয়া টোটকা--
advertisement

১) ঠান্ডা জলে নুন মিশিয়ে নিন। ওই জলে পায়ের যে-অংশে ফোসকা পড়েছে, সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জ্বালা ও ফোসকার ফোলাভাব অনেকটা কমবে।

২) ফোসকার উপর টুথপেস্ট লাগান। এতে ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে যায়, জ্বালা ও ফোলাভাবও কমে।

৩) ফোসকার উপর ডিমের সাদা অংশ লাগান। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যদি চামড়ায় ডিমের সাদা অংশ লাগাতে পারেন, তা হলে দেখবেন, ফোসকা পড়বেই না।

advertisement

৪) ফোসকার জম ডিওডোর‍্যান্ট! তবে, স্প্রে ডিওডোর‍্যান্ট নয় রোল অন ধরনের ডিওডোর‍্যান্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে ব্যাথা তাড়াতাড়ি কমবে।

৫) গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান খুব দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। হাতের কাছে গ্রিন টি না থাকলে, সাধারণ চায়ের লিকার ঠাণ্ডা করেও ফোসকার উপর লাগাতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আরও পড়ুন-হেয়ার কালার নয়, ঘরোয়া উপায়ে পাকাপাকিভাবে পাকা চুল কালো করুন

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
যে-কোনওরকম ফোসকার হাত থেকে ঝটপট মুক্তি পাওয়ার ঘরোয়া টিপস