লেবু ও চিনির স্ক্রাব
লেবু ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে এবং ট্যান দূর করতেও সাহায্য করে। তাই চিনির সঙ্গে লেবুর মিশ্রণ খুব ভালো স্ক্রাবের কাজ করে। অর্ধেক লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ চিনি এবং চাইলে খানিকটা মধু মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মুখে ২০-৩০ মিনিট লাগিয়ে ধীরে ধীরে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement
গ্রিন টি ও চিনি
এক চা চামচ গ্রিন টি এবং এক চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। মিশ্রণটি কিছুক্ষণ মুখে লাগিয়ে আঙুল দিয়ে ধীরে ধীরে স্ক্রাব করে নিতে হবে।
আরও পড়ুন: ইতিহাস আর শারীরিক কষ্ট উপশমের যুগলবন্দী, গোলাপি শরবত ছাবিল চেখে দেখেছেন
ওটমিল ও চিনি
এক টেবিল চামচ ওটসের সঙ্গে এক চামচ চিনি এবং কয়েক ফোঁটা অলিভ ওয়েল কিংবা মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধীরে ধীরে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে। ওটস ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ব্রণ কমাতে সাহায্য করে।
হলুদ ও চিনি
হলুদ যেমন ট্যান দূর করে, তেমনই ব্রণ, চোখের তলায় কালোভাব কমায় এবং মরা কোষ সরায়। হলুদের স্ক্রাব তৈরি করার জন্যে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, চিনি এবং মধু মেশাতে হবে। এবার মিশ্রণটি মুখে ২০ মিনিট লাগিয়ে রাখতে হবে। তার পর মুখ থেকে হলদে ভাব সরাতে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে হবে।
আরও পড়ুন: পুরুষরা ১ নয় ২ বছরও ৩৫-এ ভয়ঙ্কর সাবধানে থাকুন, এই ভাবেই ত্বকের যত নিন, ফেটে পড়বে রূপ ও লাবণ্য
টম্যাটো ও চিনি
একটি টম্যাটো অর্ধেক কেটে তাতে এক চা চামচ চিনি ছড়িয়ে ধীরে ধীরে মুখে স্ক্রাব করতে হবে। তার পর জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে ভুললে চলবে না।
দই ও চিনি
দই একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা বলিরেখা ও ব্রণ কমাতেও সাহায্য করে। এক টেবিল চামচ দইয়ে এক চা চামচ চিনি এবং মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এবং তার পরে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে।
মধু ও চিনি
এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০-৩০ মিনিট পরে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। মধুর অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ব্ল্যাকহেড এবং ব্রণ কমাতে সাহায্য করে।
আমন্ড অয়েল ও চিনি
মুখের ফোলাভাব কমাতে আমন্ড অয়েল খুব ভালো কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। এক টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক চামচ চিনি ও মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পরে ধীরে ধীরে স্ক্রাব করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।