কেন হয় এই চুলকানি? তার বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন মানসিক চাপের ফলে যৌনংঙ্গে চুলকানি হতে পারে। মহিলাদের বেশি হয়। মেনোপোজ ইস্ট্রোজেনের মাত্রা কমিয়ে দেওয়ার একটা কারণ। এর ফলে যোনি প্রাচীর পাতলা করে দেয় ও লুব্রিকেশন কমিয়ে দেয়, যার ফলে যৌনাঙ্গের চুলকানি দেখা দেয়। মহিলারা প্রায় এই সমস্যায় পড়েন। শুষ্ক ত্বকের জন্য যৌনাঙ্গে ইচিং হতে পারে। ইস্ট জনিত সমস্যার জন্য হতে পারে। ইমিউনিটি কম থাকলে, ডায়াবেটিস থাকলে এটা হতে পারে। রাসায়নিক কিছু যেমন কাপড় কাঁচার সাবান বা স্প্রে যদি কোনওভাবে সংস্পর্শে আসে তাহলেও হতে পারে। তবে এর ঘরোয়া কিছু সমাধান আছে।
advertisement
আরও পড়ুন: ব্রেকফাস্টে রাখুন এই একটি খাবার! পুরুষদের টাকে গজাবে চুল! শরীরের সব শক্তি বাড়বে! জানুন
যেমন দই এর লেপ। দইয়ের মধ্যে একটা কাপড় ঘণ্টা খানেক ভিজিয়ে রেখে যোনিতে ভালভাবে লাগিয়ে রাখুন মিনিট ১৫। ভাল করে ধুয়ে ফেলুন। এতে ইচিং কমবে। দ্বিতীয়ত গরম জলে অ্যাপল সিডার ভিনিগার দু চামচ মিশিয়ে ভাল করে যৌনাঙ্গ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিন বার করুন , চুলকানি থেকে মুক্তি মিলবেই। তাছাড়া বরফ জলের ঠান্ডা সেঁক তাৎক্ষনিক রেহাই দেয় চুলকানি থেকে। এছাড়া নুন জলে স্নান করতে পারেন। স্নানের জলে নুন মিশিয়ে স্নান করুন। ভাল করে যৌনাঙ্গ পরিষ্কার করুন। মুক্তি মিলবে সমস্যা থেকে।
