TRENDING:

Health: প্রতিদিন সকালে এই একটা জিনিস খেয়ে দেখুন, গোটা বছর সুস্থ থাকবেন, জটিল-কঠিন রোগ ধারেকাছে ঘেঁষবে না

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকের দিনে স্বাস্থ্যকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে বর্তমান সময়ে মশলাদার তৈলাক্ত খাবার এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরে স্বাস্থ্যের অবনতি ঘটছে। স্বাস্থ্য ভাল রাখার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন করার পাশাপাশি খাওয়াদাওয়ার অভ্যাসেও রাশ টানা উচিত। সেই সঙ্গে করতে হবে এক্সারসাইজ কিংবা যোগাভ্যাসও। এছাড়া নানা রকম স্বাস্থ্যকর ঘরোয়া টোটকা তো আছেই! তবে এর মধ্যে একটি টোটকা বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটি হল প্রতিদিন ঈষ্ণদুষ্ণ জল অথবা হালকা গরম জল পানের অভ্য়াস। এই প্রসঙ্গে আলোচনা করছেন অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের রিমস হাসপাতালের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রত্না তেজা।
advertisement

তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন যে, প্রতিদিন সকালে হালকা গরম জল পান করলে প্রচুর উপকার পাওয়া যাবে। তবে মাথায় রাখতে হবে, খুব বেশি গরম জল কিন্তু পান করা চলবে না। কারণ অতিরিক্ত গরম জল পান করলে হিতে বিপরীত হতে পারে! এবার আসা যাক আসল কথায়। হালকা গরম জল পান করলে নানা রকম সমস্যা এড়ানো যেতে পারে। মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে দারুন সহায়ক ঈষদুষ্ণ জল। সেই সঙ্গে হজমশক্তি বাড়াতেও কার্যকর এই জল। এমনকী হালকা গরম জল পান করলে দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলির কার্যকারিতা বজায় থাকে। দেহের তাপমাত্রা তো ঠিকঠাক থাকেই! সেই সঙ্গে পুষ্টি উপাদানও সারা দেহে ছড়িয়ে পড়তে পারে।

advertisement

এখানেই শেষ নয়, ডা. রত্না তেজার মতে, প্রতিদিন সকালে ঈষদুষ্ণ জল পান করলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে। আসলে হালকা গরম জল পান করলে অনেকটা সময় পেট ভর্তি থাকে। ফলে বারবার খিদে পায় না। ভুলভাল খাবার খাওয়ার অভ্যেসও কমে যায়। কিডনির কার্যকারিতা বাড়াতেও সহায়ক হালকা গরম জল। দেহের মধ্য়ে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। এমনকী কিডনি স্টোন এবং মূত্রের সংক্রমণ হ্রাস করতেও অত্যন্ত কার্যকর ঈষ্ণদুষ্ণ জল। এখানেই শেষ নয়, হালকা গরম জলের আরও একটা গুণ রয়েছে। এটি ত্বকের স্বাস্থ্যও বজায় রাখতে সাহায্য করে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health: প্রতিদিন সকালে এই একটা জিনিস খেয়ে দেখুন, গোটা বছর সুস্থ থাকবেন, জটিল-কঠিন রোগ ধারেকাছে ঘেঁষবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল