TRENDING:

Joint Pain: সারা শরীর অসাড়, বিষের মতো যন্ত্রণা? খান এই ৩ খাবার, শরীর থেকে নিংড়ে বার করে দেবে গাঁটে গাঁটে ব্যথা

Last Updated:

Joint Pain: এই বিষয়ে গাজিপুরের অর্থো-স্পেশালিস্ট ডা. শিবম রাই বলেন যে, শরীরের বিভিন্ন অংশে উপস্থিত প্রদাহজনিত উপাদানের সঙ্গে এই শীতকালীন ব্যথার সরাসরি যোগ রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীত পড়েছে বেশ জাঁকিয়ে। পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে তুষারপাত। যার জেরে দেশের বহু জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। আর শীতের মরশুমে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সারা শরীরে ব্যথা কিন্তু খুবই সাধারণ বিষয়। বেশিরভাগ মানুষই অভিযোগ করেন যে, শীত আসার সঙ্গে সঙ্গে শরীরের ব্যথা-বেদনাও বাড়তে থাকে। এই বিষয়ে গাজিপুরের অর্থো-স্পেশালিস্ট ডা. শিবম রাই বলেন যে, শরীরের বিভিন্ন অংশে উপস্থিত প্রদাহজনিত উপাদানের সঙ্গে এই শীতকালীন ব্যথার সরাসরি যোগ রয়েছে।
২) জয়েন্ট পেইন: যখন হাঁটুতে ব্যথা এবং হাড়ের সমস্যা দেখা দেয়, তখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। কিন্তু মটরশুঁটি অতিরিক্ত সেবনে ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে শরীরে।
২) জয়েন্ট পেইন: যখন হাঁটুতে ব্যথা এবং হাড়ের সমস্যা দেখা দেয়, তখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। কিন্তু মটরশুঁটি অতিরিক্ত সেবনে ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে শরীরে।
advertisement

শীতকালেই কেন ব্যথা-বেদনা বাড়ে?

শীতের মরশুমে বাড়ে ব্যথা-বেদনা। এর সবথেকে বড় কারণ হল, শীতের মরশুমে ইনফ্লেমেটরি উপাদানের লোকাল কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। আর সাইটোকাইন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের মতো ইনফ্লেমেটরি উপাদান ব্যথা-বেদনা এবং ফোলা ভাব বৃদ্ধি পায়। আর শরীর ঠান্ডার সংস্পর্শে এলে রক্তের প্রবাহও ধীর গতিতে হতে থাকে। তার ফলে গাঁট বা জয়েন্টে ইনফ্লেমেটরি উপাদানের জমা হওয়া বেড়ে যেতে থাকে।

advertisement

আরও পড়ুন-‘শোলে’-র সেই বিখ্যাত দৃশ্য! বাদ দিয়েছিল সেন্সর বোর্ড, মুক্তির ৪৯ বছর পর সামনে এল আসল ‘সিন’, কী এমন ছিল? না দেখলেই বড় মিস!

শুয়ে থাকাকালীন ব্যথা কেন কমে যায়?

যখন কেউ বিশ্রাম নেন, তখন এই প্রদাহজনিত উপাদানগুলির গতিবিধিও কমে যায়। ফলে ব্যথা-বেদনা থেকে মুক্তি পাওয়া যায় অনেকটাই। কিন্তু কেউ যখন আবার নড়াচড়া বা চলাফেরা করতে শুরু করেন, তখন এই উপাদানগুলির কনসেন্ট্রেশনও বেড়ে যায়। তখনই ব্যথা অনভূত হয়।

advertisement

আরও পড়ুন-হাতে মাত্র ২ দিন…! বুধের রাজকীয় চালে কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! ‘গোল্ডেন টাইম’ শুরু ৩ রাশির, চাকরি-ব্যবসায় টাকার ফোয়ারা, লাগবে জ্যাকপট!

এই সময়ে কী কী খাওয়া উচিত?

ডা. শিবম রাইয়ের পরামর্শ, শীতের মরশুমে শরীরের ব্যথা-বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য ঈষদুষ্ণ দুধের মধ্যে হলুদ মিশিয়ে পান করতে হবে। এখানেই শেষ নয়, জয়েন্টের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হতে পারে অশ্বগন্ধা। শরীরে ফোলাভাব থাকলে অশ্বগন্ধা তা নিমেষে কমিয়ে দিতে পারে। এই সময় শারীরিক যন্ত্রণা বাগে আনার জন্য ইষদুষ্ণ জল পান করতে হবে।

advertisement

এই সময়ে কী কী খাওয়া উচিত নয়?

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ডা. শিবম রাই বলেন যে, শীতের দিনে গাঁটে ব্যথা বৃদ্ধি পায়। তা প্রতিরোধ করতে বা কাবু করার জন্য অতিরিক্ত ফ্যাটি এবং অয়েলি খাবার খাওয়া চলবে না। শুধু তা-ই নয়, এর পাশাপাশি অতিরিক্ত ঝাল আর মশলা দেওয়া খাবারও পাতে রাখা উচিত নয়। খাবার ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে। যেমন – নিজের দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দেহের ওজন অতিরিক্ত বেড়ে গেলে জয়েন্টে ব্যথা বা গাঁটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Joint Pain: সারা শরীর অসাড়, বিষের মতো যন্ত্রণা? খান এই ৩ খাবার, শরীর থেকে নিংড়ে বার করে দেবে গাঁটে গাঁটে ব্যথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল