TRENDING:

Health Tips: রোজা ভাঙার পর দুম করে ভরপেট খাবেন না, হুড়মুড়িয়ে বাড়ে ওজন

Last Updated:

Ramadan 2022: দৈনন্দিন রুটিনে কিছু সহজ পরিবর্তন আনলেই এই পবিত্র মাসে ওজন ঠিক রাখা সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পবিত্র রমজান (Ramadan 2022) মাস চলছে। এই সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। প্রায় ১২ ঘণ্টা পর যখন তাঁরা উপবাস ভাঙেন, তখন খিদের চোটে অতিরিক্ত খাবার প্রবণতা থাকে। ফলে হুট করে ওজন বেড়ে যায়। তাই এই সময়টা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৈনন্দিন রুটিনে কিছু সহজ পরিবর্তন আনলেই এই পবিত্র মাসে ওজন (Weight Loss) ঠিক রাখা সম্ভব।
Health Tips: weight loss how to lose weight during fasting of ramadan- Photo-Representative
Health Tips: weight loss how to lose weight during fasting of ramadan- Photo-Representative
advertisement

চিনি কম: সারাদিন উপবাস থাকে। জল, খাবার কিছুই পেটে পড়ে না। সন্ধ্যায় উপবাস ভাঙার সময় অতিরিক্ত চিনিযুক্ত খাবার তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় ঠিকই, কিন্তু তার প্রভাব পড়ে সুদূরপ্রসারী। চিনিতে বেশি মাত্রায় ক্যালোরি থাকে। ফলে বেশি মাত্রায় খেলে ওজন বাড়তে পারে। তাই রোজা ভাঙার সময় কতটা পরিমাণ চিনি শরীরে যাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।

advertisement

চাই ব্যালান্স ডায়েট: অতিরিক্ত চিনির মতো ভাজাভুজিও এড়িয়ে চলতে হবে। বদলে বেছে নিতে হবে সুষম ডায়েট। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফল এবং জটিল কার্বোহাইড্রেট দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখতে সাহায্য করে। সারাদিন পরিপূর্ণ থাকতে এবং অতিরিক্ত খাওয়া এড়াতে এই ধরনের খাবার খাদ্যতালিকায় রাখতেই হবে। স্বাস্থ্যকর খাবারে ক্যালরি কম থাকে। সেটাই শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

advertisement

আরও পড়ুন - High Interest Rate: সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে বেশি সুদ, সুযোগ মিস করবেন না

খাবার খেতে হবে ধীরে: সন্ধ্যায় উপবাস ভাঙার সময় অনেকেই খিদের চোটে তাড়াতাড়ি খাবার খান। বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি। দ্রুত খাবার খেলে কখন পেট ভরে গেছে মস্তিষ্ক বুঝতে পারে না। ফলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাওয়া হয়ে যায়। তাই ধীরে ধীরে খেতে হবে। ছোট ছোট কামড় দিয়ে প্রতিটা টুকরো উপভোগ করতে হবে। তবেই মস্তিষ্ক পূর্ণতার স্বাদ পাবে।

advertisement

প্রচুর জলপান করতে হবে: প্রতিদিন ২ থেকে ৩ লিটার জলপান করা আবশ্যক। এমনই পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু রোজা রাখার ফলে প্রায় ১২ ঘণ্টা খাবার তো দূর জলও যায় না। তাই রোজা ভাঙার পর বেশি করে জল খেয়ে শরীরকে পুষিয়ে দিতে হবে। তাছাড়া শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতেও জল অপরিহার্য।

advertisement

আরও পড়ুন - Weather Update: দেশের একাধিক অংশে লু-র অ্যালার্ট জারি, পশ্চিমবঙ্গে চোখ রাঙাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

একটু হাঁটাহাঁটি আবশ্যক: রোজা ভাঙার পর খাবার খেয়ে বা রাতের খাবার পর তৎক্ষণাৎ বিছানায় শুতে যাওয়া ঠিক নয়। একটু হাঁটাহাঁটি করা দরকার। এতে ক্যালোরি পোড়ে, পেটে চর্বি জমে না। তাছাড়া দীর্ঘ উপবাসের পর খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি হজমেরও সাহায্য করে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: রোজা ভাঙার পর দুম করে ভরপেট খাবেন না, হুড়মুড়িয়ে বাড়ে ওজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল