আরও পড়ুন: High BP: ওষুধও হার মানবে? এই বীজ নিয়ন্ত্রণ করবে উচ্চ রক্তচাপ, ব্যবহারের আগে পদ্ধতি জানুন
এছাড়াও অতিরিক্ত পরিমাণে চা পান করলে অঙ্গতন্ত্রে খারাপ প্রভাব পড়তে পারে অতিরিক্ত পরিমাণে চা পান করলে খিদেও মরে যায় ৷ খাওয়ার স্বভাব কমে যায় ৷ ঠিক ভাবে ঘুম আসেনা এই কারণেই অনেকে বারেবারে চা পান করেন ৷ তবে অতিরিক্ত পরিমাণে চা পান করলে তার খারাপ প্রভাব শরীরে পড়ে ৷ শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্রের জন্য বেশি পরিমাণে চা পান করলে শরীর মোটেও ভাল থাকেনা ৷
advertisement
বেশি পরিমাণে চা পান করলে খাবার দাবার হজম হতে সমস্যা হয় ৷ বুকে ব্যথা বা যন্ত্রণা হতে পারে ৷ বেশি পরিমাণে চা পান করলে সমস্যা হতে পারে ৷ ভালভাবে ঘুম না হলে নানান ধরনের সমস্যা হতে পারে ৷ এই পরিস্থিতিতে বেশি চা পান করার অভ্যাস ত্যাগ করতে হবে ৷ বেশ কিছু সমীক্ষায় জানতে পারা গিয়েছে দিন ২ বার চা পান করলে তা সত্যি সত্যি শরীরের ক্ষেত্রে ভাল ৷ দিনে একাধিকবার চা পানের অভ্যাস শরীরকে ধ্বংস করে ৷
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি আসলে ঘরোয়া টোটকা ৷ এটি কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরমর্শ নিতে হবে ৷