TRENDING:

Healthy Lifestyle: মাত্র এক মাসই বাজারে পাওয়া যায় এই ফল, ওজন কমানো থেকে হজমশক্তি বাড়ানো, সবেতেই কামাল

Last Updated:

এই পেমলি বের হালকা সবুজ রঙের। এই ফল পাকার পর লাল ও বাদামি হয়ে যায়। এই কুল অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থানে এমন অনেক ধরনের ফল পাওয়া যায় যা কেবলমাত্র ঋতু অনুসারেই জন্মায়। এর মধ্যে অন্যতম ফল কুল বা বের। এটি শীতের মরশুমেই বাজারে পাওয়া যায়। একে রাজস্থানের দেশি ফলও বলা হয়। বর্তমানে তিন জাতের বের-ই বাজারে এসে গিয়েছে। রাজস্থানে এই ফল অনেক রকম নামে পরিচিত। এর জনপ্রিয় নাম পেমলি বের।
এই পেমলি বের হালকা সবুজ রঙের। এই ফল পাকার পর লাল ও বাদামি হয়ে যায়। এই কুল অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়ক।
এই পেমলি বের হালকা সবুজ রঙের। এই ফল পাকার পর লাল ও বাদামি হয়ে যায়। এই কুল অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়ক।
advertisement

আসলে, এই পেমলি বের হালকা সবুজ রঙের। এই ফল পাকার পর লাল ও বাদামি হয়ে যায়। এই কুল অনেক ধরনের রোগ প্রতিরোধে সহায়ক। এছাড়াও এটি শক্তির অসাধারণ একটি উৎস। এতে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায়। এছাড়া এটি অ্যান্টি-অক্সিডেন্টেও ভরপুর।

কুল বিক্রেতা মৌলি দেবী জানিয়েছেন যে, রাজস্থানের ঝোপে-ঝাড়ে প্রচুর পরিমাণে কুলর জন্মায় যা নভেম্বর মাস থেকে ফলন দেওয়া শুরু করে। বৃষ্টি হলে এই কুলগুলো বেড়ে ওঠে। এই মুহূর্তে বাজারে আসছে বড় সাইজের কুল অর্থাৎ পেমলি বের। যেগুলো সাধারণত কুল গাছে জন্মায়। এটি মাত্র একমাসই ফলন দেয়। একে অনেকে সেভ বের বলেও চেনেন। সবচেয়ে ছোট আকারের কুল বিক্রি হয় প্রতি কেজি ১০০ টাকায়। অন্য দিকে, মাঝারি আকারের কুল বিক্রি হয় প্রতি কেজি ৫০ টাকায়। আবার পেমলি বের অর্থাৎ বড় আকারে কুল বিক্রি হয় প্রতি কেজি ৬০ টাকায়। এগুলো বিকানের ও আশপাশের এলাকায় উৎপাদন হয়।

advertisement

কুল খাওয়ার উপকারিতা

আয়ুর্বেদ চিকিৎসক ডা. অমিত গেহলট আমাদের জানিয়েছেন যে, কুল খাওয়ার অনেক রকমের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এগুলোতে খুব কম ক্যালোরি থাকে, তাই এটি ওজন কমাতে সহায়ক। কুলে সিনার্জিস্টিক প্রভাব রয়েছে, এতে এটি আমাদের শরীর ও মনকে শান্ত রাখে। এই ফল এবং ফলের বীজে রয়েছে স্যাপোনিন এবং পলিস্যাকারাইড যা গভীর ও ভালো ঘুমোতে সাহায্য করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম শক্তিকে শক্তিশালী করে। এটি ক্যানসার কোষের সঙ্গে লড়াই করতেও সমান সহায়ক। কুলে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন যা হাড়কে মজবুত করে। এছাড়াও এতে উচ্চ পরিমাণে পটাসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle: মাত্র এক মাসই বাজারে পাওয়া যায় এই ফল, ওজন কমানো থেকে হজমশক্তি বাড়ানো, সবেতেই কামাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল