TRENDING:

Hair Care: মুহূর্তেই পাকা চুল কালো করতে চান? এই ৩ ঘরোয়া উপাদানেই ম্যাজিক

Last Updated:

সাদা চুল নিয়ে সমস্যায়  ভুগলে কিছু ঘরোয়া উপাদানের সাহায্য নেওয়া যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে  চুলের রঙ বিবর্ণ হওয়া কোনও বিরল ঘটনা নয়। অনেকের আবার বয়স না বাড়লেও অকালে চুল পেকে যেতে পারে। বয়স যাই হোক না কেন,  সাদা চুল নিয়ে সমস্যায়  ভুগলে কিছু ঘরোয়া উপাদানের সাহায্য নেওয়া যেতে পারে।এই সমস্ত ঘরোয়া উপাদান ব্যবহার করলে চুল সহজেই কালো হবে এবং চুলের কোনও ক্ষতিও হবে না। অল্প খরচেই প্রাকৃতিক ভাবে কালো হবে চুল।
মুহূর্তেই পাকা চুল সাদা করতে চান? এই ৩ ঘরোয়া উপাদানেই ম্যাজিক
মুহূর্তেই পাকা চুল সাদা করতে চান? এই ৩ ঘরোয়া উপাদানেই ম্যাজিক
advertisement

মেথি-  পাকা চুলের সমস্যা দূর করতে মেথি বীজ অত্যন্ত কার্যকর। চুল ঝরে পড়ার সমস্যা দবর করতেও সাহায্য করে মেথী। চুল প্রাকৃতিক ভাবে কালো করতে সারা রাত জলে মেথি ভিজিয়ে রাখতে হবে।  পরদিন সকালে ভেজানো মেথির দানা পিষে চুলে মাস্কের মতো লাগাতে হবে। এই মাস্ক ২ থেকে ৩ ঘন্টা মাথায় মেখে রেখে ধুয়ে ফেলতে হবে।

advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের বোতলে জল পান করলেই মহিলাদের বিপদ! বাসা বাঁধতে পারে এই রোগ, জানলে আশ্চর্য হবেন

চা-  পাকা চুল কালো করতে পারে চা। চা দিয়ে তৈরি করা ঘরোয়া টোনার ব্যবহার করলে পাকা চুলের সমস্যা দূর করা যাবে। এই টোনার তৈরি করতে প্রথমে পরিমাণ মতো জলে চা দিয়ে ফোটাতে হবে। জলের রং গাঢ় কালো হয়ে এলে ঠাণ্ডা করে রাখতে হবে। এর পর এই টোনার চুলে বাস করে লাগাতে হবে।  প্রায় ২ ঘন্টা পরে টোনার মাথায় মেখে রেখে চুলের রং গাঢ় দেখাবে । চা পাতা  পিষে হেয়ার মাস্ক বানিয়েও লাগানো যেতে পারে। এর প্রভাব বাড়াতে লেবুর রসও মেশানো যেতে পারে। এই ঘরোয়া চায়ের মাস্ক ঘন্টা দুই মাথায় মেখে রাখার পর ধুয়ে ফেলতে হবে।

advertisement

আমলকী-   একটি পাত্রে ১ চামচ আমলা গুঁড়া, ২ চামচ ব্ল্যাক টি , ১ চামচ কফি, এক চামচ নীল, এক চামচ ব্রাহ্মী গুঁড়ো এবং এক চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে নিতে হবে । এরপর জল গরম করে এই পেস্টটি ভাল করে ফোটাতে হবে। এরপর  এই পেস্টটি আধ ঘণ্টা রাখার পর ধুয়ে ফেলতে হবে। কিছুদিন পর থেকেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Care: মুহূর্তেই পাকা চুল কালো করতে চান? এই ৩ ঘরোয়া উপাদানেই ম্যাজিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল