TRENDING:

Hepatitis Among Mothers And Children: মা এবং শিশুর কল্যাণে হেপাটাইটিস-বি নির্মূল করা আবশ্যক; জানুন মত বিশেষজ্ঞের!

Last Updated:

আলোচনা করছেন ম্যাঙ্গালোর কেএমসি হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসক ডা. অনুরাগ শেঠি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হেপাটাইটিস বি হল গুরুতর ভাইরাসজনিত সংক্রমণ। যা লিভারকে আক্রমণ করে। এর ফলে হতে পারে সিরোসিস, লিভার ক্যানসার-সহ আরও নানা লিভারের জটিল রোগ। আর মহিলা এবং শিশুদের মধ্যে এই রোগ বেশ উদ্বেগ বাড়াচ্ছে। আসলে সন্তান জন্ম দেওয়ার সময় অথবা একে অপরের সংস্পর্শে থাকার ফলে এই রোগ সহজেই ছড়িয়ে পড়ে। তবে সাম্প্রতিক কালে হেপাটাইটিস বি প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসায় দুর্দান্ত অগ্রগতি এসেছে। আজ এই প্রসঙ্গে আলোচনা করছেন ম্যাঙ্গালোর কেএমসি হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসক ডা. অনুরাগ শেঠি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ম্যাঙ্গালোর কেএমসি হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসক ডা. অনুরাগ শেঠি।

প্রতিরোধের উপায়:

হেপাটাইটিস বি যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সবথেকে কার্যকরী উপায় হল ভ্যাকসিনেশন। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন সম্পূর্ণ রূপে ঝুঁকিমুক্ত, ভরসাযোগ্য। আর এটা সদ্যোজাত শিশুদের মধ্যে ইমিউনিটিও বৃদ্ধি করে। গর্ভবতী মহিলাদের হেপাটাইটিস বি পজিটিভ কি না, সেটা চিহ্নিত করে চিকিৎসা করা আবশ্যক। এতে শিশুর জন্মের সময় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।

advertisement

দ্রুত রোগ নির্ণয়:

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে দ্রুত রোগ নির্ণয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিনেটাল কেয়ার চলাকালীন গর্ভবতী মহিলাদের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন রুটিন স্ক্রিনিং আবশ্যক। সদ্যোজাতদের জন্মের ১২ ঘণ্টার মধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া উচিত।

চিকিৎসা:

হেপাটাইটিস বি থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পাওয়ার জন্য উচ্চ মানের সাশ্রয়ী চিকিৎসা অত্যন্ত জরুরি। মায়ের দেহ থেকে শিশুর দেহে যাতে রোগ ছড়িয়ে না পড়ে, তার জন্য অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়া উচিত। তাই সব জায়গায় যাতে হেপাটাইটিস বি-এর চিকিৎসার ব্যবস্থা থাকে, সেদিকে লক্ষ্য রাখাও দরকার।

advertisement

জনস্বাস্থ্য কৌশল:

হেপাটাইটিস বি ঠেকানোর জন্য জনস্বাস্থ্য কৌশলের উপর বারবার জোর দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্যতম হল- সকলের মধ্যে এই সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ পরীক্ষা, টিকাদান কর্মসূচি ইত্যাদি। সেই সঙ্গে মা এবং শিশুর জন্য বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি অভিযানও চালানো আবশ্যক।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hepatitis Among Mothers And Children: মা এবং শিশুর কল্যাণে হেপাটাইটিস-বি নির্মূল করা আবশ্যক; জানুন মত বিশেষজ্ঞের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল