প্রতি বছর অক্সফাম ট্রেলওয়াকার চ্যালেঞ্জ নামে বিশ্বের নয়টি দেশের মোট ১৭টি এলাকায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। এই বছরের চ্যালেঞ্জের থিম ভাবা হয়েছে #WalkInMyShoes। এবার যাঁরা কেবল অতিমারীর চিকিৎসা শুধু নয় অসহিষ্ণুতা ও বৈষম্যের মাপকাঠিতে পড়ে সমাজে পিছিয়ে রয়েছে তাঁদের কথাও ভাবা হবে। এর জন্য একটি বড় তহবিল গঠন করা হবে যাতে ওঁই মানুষগুলোকে গঠনমূলক পরিষেবা দেওয়া যায়। তবে এবার অতিমারীর কারণে সব প্রসেস ভার্চুয়ালি করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
তবে এবারের চ্যালেঞ্জে শারীরিক ধৈর্য পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। অংশগ্রহণকারী ১০ দিনে ১০০, ৫০ অথবা ২৫ কিলোমিটার হাঁটা বেছে নিতে পারে। যাঁরা এই ধরনের শারীরিক ক্রিয়াকলাপে অংশ নিতে পছন্দ করেন তাঁরা যোগ দিতে পারেন। এমনকী যাঁরা বাড়ি থেকে কাজ করার কারণে শারীরিক এবং মানসিক ভাবে হাঁপিয়ে উঠেছেন তঁদের জন্য এই বারের ওয়াকথন ডিজাইন করা হয়েছে।
অক্সফাম ইন্ডিয়ার সিইও (CEO), অমিতাভ বিহার (Amitabh Behar) বলেন, “আমরা বিচার করে দেখেছি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বৈষম্যতা রয়েছে। আমাদের সার্ভেতে দেখা গিয়েছে SC এবং ST ক্যাটাগরির মানুষরা এখনও সঠিক স্বাস্থ্য পরিষেবা পান না। ৫০ শতাংশের বেশি মানুষ করোনা চিকিৎসা দূরে থাক, অন্য রোগের চিকিৎসাও ঠিক মতো পান না, কিন্তু ভারতে আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। তবে সেই সব পরিষেবা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বেশি উপলব্ধ যা প্রচুর খরচা সাপেক্ষ। তাই আমাদের নতুন উদ্যোগের মূল লক্ষ্যই হল পিছিয়ে পড়া মানুষদের সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া”।
অক্সফাম ট্রেলওয়াকার ভার্চুয়াল-চ্যালেঞ্জের (Oxfam Trailwalker Virtual-Challenge) রেজিস্ট্রেশন ২ অগাস্ট ২০২১ থেকে শুরু হয়েছে। আগ্রহীদের এর জন্য https://virtualtrailwalker.oxfamindia.org/ ওয়েবসাইটে যেতে হবে। চ্যালেঞ্জের প্রথম স্লট ১৭-২৬ সেপ্টেম্বর ও দ্বিতীয় স্লট ১-১০ অক্টোবরের জন্য ধার্য করা হয়েছে।