মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি অর্গান ইনজুরি বা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে অ্যাকিউট হার্ট অ্যাটাকের কারণে (৪৯.৬ শতাংশ), এরপরেই রয়েছে নন-এসটি এলিভেশন মায়োকরডিয়াল ইনফ্র্যাকশন টাইপের হার্ট অ্যাটাক (৪১.৭ শতাংশ)৷
আরও পড়ুন: ভাল কথা বলতে পারেন না ? যৌন জীবন কিন্তু বিপদে
advertisement
এই ধরনের হার্ট অ্যাটাককে বলা হয় হাইপারটেনসিভ এমার্জেন্সি৷ রুটগার্স ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইরিনা বেনেনসন জানান, ডায়াবেটি এবং নন-ডায়াবেটিক সকলেই ক্ষেত্রেই এই ধরনের অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে৷ কিন্তু যদি ডায়াবেটিক হওয়ার পাশাপাশি যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে অঙ্গ, প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়৷
এই গবেষণার জন্য গবেষকরা ৭৮৩ জন ডায়াবেটিক ও ১০০১ জন নন-ডায়াবেটিক রোগীকে বেছে নেন৷ গবেষণায় দেখা গিয়েছে ডায়াবেটিকরা উচ্চ রক্তচাপের কারণে কোনও রকম কার্ডিওভাসকুলার সমস্যা, কিডনির অসুখ বা অ্যানিমিয়ায় আক্রান্ত হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি ৫৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে৷