TRENDING:

মাত্র ৩০ সেকেন্ড মাউথওয়াশের ব্যবহারেই নির্মূল হবে মারণ করোনা! চিকিৎসকদের বয়ানে ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

মাউথওয়াশের মধ্যে থাকে cetypyridinium chloride। যাকে সংক্ষেপে CPC বলা হয়ে থাকে। এই যৌগই করোনাভাইরাস ধ্বংসে মুখ্য ভূমিকা নেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক দিকে চলছে কোভিড ১৯ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের প্রাণপণ প্রচেষ্টা! আর অন্য দিকে চলছে সারা বিশ্ব জুড়ে সাধারণ মানুষের প্রতীক্ষা- কবে আবার সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে! এই দুইয়ের মাঝেই এ বার যে কথা শোনাচ্ছেন পাশ্চাত্যের চিকিৎসক তথা গবেষকরা, তা রীতিমতো অবাক করে দিচ্ছে! দাবি করছেন তাঁরা- স্রেফ মাউথওয়াশ ব্যবহার করেই না কি কোভিড ১৯ ভাইরাসকে নির্মূল করা যেতে পারে, তা-ও আবার ৩০ সেকেন্ডের মধ্যেই!
advertisement

এ প্রসঙ্গে একটু অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের প্রসঙ্গও টেনে না আনলেই নয়! ৭০ শতাংশের বেশি অ্যালকোহল আছে, এমন স্যানিটাইজার যে কোভিড ১৯ ভাইরাসকে ধ্বংস করতে পারে, সে কথা এত দিনে সবাই জেনে ফেলেছেন। কিন্তু কার্ডিফ ইউনিভার্সিটিতে কর্মরত এবং এই সমীক্ষার প্রধান ডক্টর নিক ক্লেডন মাউথওয়াশ নিয়ে যা দাবি তুলেছেন, তার সঙ্গে স্যানিটাইজার ব্যবহারের একটা তফাত আছে!

advertisement

ক্লেডন বলছেন যে মাউথওয়াশের মধ্যে থাকে cetypyridinium chloride। যাকে সংক্ষেপে CPC বলা হয়ে থাকে। এই যৌগই করোনাভাইরাস ধ্বংসে মুখ্য ভূমিকা নেয়। আমরা যখন মাউথওয়াশ দিয়ে কুলকুচি করে থাকি, তখন তা লালার সঙ্গে মিশে থাকা অথবা কণ্ঠনালীতে থাকা করোনাভাইরাসকে মেরে ফেলে! বিশেষ পরিস্থিতিতে অর্থাৎ এ ক্ষেত্রে ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে এই যৌগ খুবই কার্যকর ভূমিকা পালন করেছে।

advertisement

কিন্তু সমস্যা একটাই- মাউথওয়াশ তো আর আমাদের শ্বাসযন্ত্রে সরাসরি চলে যায় না। আর দেহের এই অংশটিতেই সর্বাপেক্ষা বেশি আঘাত হানে কোভিড ১৯-এর ভাইরাস। তাই কী ভাবে এই মাউথওয়াশ শ্বাসযন্ত্রে পাঠানো যায়, তা নিয়ে বিস্তৃত পরীক্ষার দাবিতে সরব হয়েছেন ক্লেডন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগে ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে কর্মরত ডক্টর মার্টিন অ্যাডি করোনারোধে টুথপেস্টের উল্লেখযোগ্য ভূমিকার কথা প্রকাশ্যে এনেছিলেন। তিনি বলেছিলেন যে টুথপেস্টের অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান প্রায় ঘণ্টা পাঁচেক পর্যন্ত জীবাণু সংক্রমণ ঠেকিয়ে রাখে। সে ক্ষেত্রে লালারসে জীবাণু থেকে যাওয়ার কোনও সম্ভাবনাই আর থাকে না! এই মর্মে দিনে বেশ কয়েকবার সম্ভব না হলেও অন্তত দু'বার দাঁত মাজার পরামর্শ দিয়েছিলেন অ্যাডি!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাত্র ৩০ সেকেন্ড মাউথওয়াশের ব্যবহারেই নির্মূল হবে মারণ করোনা! চিকিৎসকদের বয়ানে ব্যাপক চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল