কাঠামো
পোশাক কেনার আগে নিজের কাঠামো বুঝতে হবে। নিজেকে একটি বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দেখতে হবে শরীরের গঠন আপেল আকৃতির, না কি কোনও কার্ভ ছাড়া সোজা ধরনের। যদি নিতম্ব কাঁধের চেয়ে চওড়া হয় অর্থাৎ নাশপাতি আকৃতির হয় বা মোটামুটি ভারসাম্যপূর্ণ বা আওয়ারগ্লাস হয় তাহলে পোশাক বেছে নিতে সুবিধা হবে।
advertisement
উপাদান
শরীরের ধরন অনুযায়ী কাপড় নির্বাচন করা পোশাকের মতোই গুরুত্বপূর্ণ। উল এবং চাঙ্কি নিটের পরিবর্তে সুতির কাপড় বেছে নিতে হবে কারণ উল নাশপাতি আকৃতির ফিগারের উপরের অংশকে ভারী দেখাতে পারে। স্প্যানডেক্স এবং লেদার আওয়ারগ্লাস ফিগারের জন্য দুর্দান্ত। স্যাটিন এবং সিল্ক আয়তক্ষেত্রাকার বা কার্ভ ছাড়া অন্য গঠনে মানায় না এবং চকচকে এবং টাইট ফিটের কাপড় আপেল-আকৃতির দেহে মানানসই নয়।
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২২ ফেব্রুয়ারি, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
প্যাটার্ন
বোল্ড প্রিন্টগুলি নাশপাতি আকৃতির দেহের উপরের অংশের জন্য ভালো। আওয়ারগ্লাস ফিগারের নিচের অংশে বেশি জংলা প্রিন্ট না পরাই ভালো। আপেল আকৃতির শরীরে হাল্কা প্রিন্ট ভালো মানায় এবং আয়তক্ষেত্রাকার বা সোজা আকারের শরীরে একটু কার্ভ আনার জন্য উজ্জ্বল রঙের প্রিন্টগুলি বেছে নেওয়া উচিত।
রঙ
শরীরের আকার চওড়া দেখাবে না কি পাতলা সেটা নির্ভর করে রঙের উপরেও। আপেল আকৃতির ফিগারে নিচের দিকে গাঢ় রঙ এবং উপরে উজ্জ্বল রঙ পরা যেতে পারে। যদি নাশপাতি আকৃতির বডি টাইপ হয় উরুর অংশের জন্য গাঢ় রঙ বেছে নিতে হবে। আওয়ারগ্লাস মহিলারা নিচের অংশে হাল্কা রঙ বেছে নিতে পারেন।
আরও পড়ুন - Wriddhiman Saha Controversy: ‘কে কেন এইরকম ট্যুইট করল’-ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি কথা বলবে BCCI
অ্যাকসেসরি
স্কার্ফ নেকলাইনকে সুন্দর দেখায়। নাশপাতি আকৃতির মহিলাদের জন্য, হিলজুতো মানানসই। টাই-ইন টপস আওয়ারগ্লাস ফিগারে মানায়। লো স্লাং বেল্ট সোজা আকৃতির শরীরে মানায়।