TRENDING:

Gonorrhoea Vaccine: হু হু করে ছড়াচ্ছে ভয়াবহ যৌ*নরোগ গনোরিয়া! আক্রান্ত অসংখ্য! প্রথম টিকা আনল বিশ্বের এই দেশ! মিলবে নিখরচায়

Last Updated:

Gonorrhoea Vaccine: স্বাস্থ্য কর্মকর্তারা যৌন সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : বিশ্বে প্রথম বার ভয়াবহ যৌন রোগ গনোরিয়ার টিকা আনল ইংল্যান্ড৷ কারণ সে দেশে হু হু করে বাড়ছে গনোরিয়ার সংক্রমণ৷ মঙ্গলবার থেকে ইংল্যান্ড জুড়ে যৌনস্বাস্থ্য সংক্রান্ত ক্লিনিকে নিখরচায় মিলবে ভ্যাকসিন৷ জাতীয় স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য ও সমাজসেবা বিভাগের তরফে এ বছরের শুরুতেই টিকা শুরু করার কথা ঘোষণা করে৷ ক্রমবর্ধমান সংক্রমণ এবং গনোরিয়ার অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী স্ট্রেনের উপর ক্রমবর্ধমান উদ্বেগের জেরেই এই পদক্ষেপ করা হয়৷ এই ভ্যাকসিনের লক্ষ্য রোগের বিস্তার রোধ করা, যা অ্যাজিথ্রোমাইসিন এবং সেফট্রিয়াক্সোন-সহ গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের কারণে চিকিৎসা করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, ২০২০ সালে বিশ্বব্যাপী ১৫ থেকে ৪৯ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮২.৪ মিলিয়ন নতুন গনোরিয়ার ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী চিকিৎসা কম কার্যকর হওয়ার পাশাপাশি, স্বাস্থ্য কর্মকর্তারা যৌন সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
হু হু করে বাড়ছে গনোরিয়ার সংক্রমণ
হু হু করে বাড়ছে গনোরিয়ার সংক্রমণ
advertisement

যুক্তরাজ্যের জনস্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রী অ্যাশলে ডাল্টন এক বিবৃতিতে বলেছেন যে “ইংল্যান্ডের যৌন স্বাস্থ্য ক্লিনিকগুলিতে এই বিশ্ব-নেতৃস্থানীয় গনোরিয়া টিকাদান কর্মসূচি চালু করা রেকর্ড মাত্রায় পৌঁছে যাওয়া সংক্রমণ প্রতিরোধে একটি বড় সাফল্যকে তুলে ধরে।” তিনি আরও বলেন, “বিশ্বে প্রথম এই টিকাদান কর্মসূচি সংক্রমণের জোয়ার ঘুরিয়ে দিতে সাহায্য করবে, পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্রমবর্ধমান হুমকিরও মোকাবিলা করবে।”

advertisement

আরও পড়ুন : গলব্লাডারে স্টোন হলে ভুলেও এই ৫ খাবার দাঁতে কাটবেন না! পেটে গেলেই বাড়বে পাথর!যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাবেন!

দেশবাসীর প্রতি ডাল্টনের পরামর্শ, ‘‘আমি দৃঢ়ভাবে উৎসাহিত করছি যে যাঁদের প্রয়োজন, তাঁরা টিকা দেওয়ার জন্য এগিয়ে আসুন৷ কেবল নিজেদেরকেই নয়, আপনার যৌন সঙ্গীদেরও রক্ষা করুন।’’ এনএইচএসের মতে, এই যুগান্তকারী টিকাদান কর্মসূচি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে শুরু হচ্ছে, যেখানে গনোরিয়ার রোগ নির্ণয় রেকর্ড শুরু হওয়ার সময়কাল থেকে শুরু করে বর্তমানে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ২০২৩ সালে, ইংল্যান্ডে এই রোগের রেকর্ড ৮৫,০০০ কেস রিপোর্ট করা হয়েছিল, যা ২০১২ সালের তুলনায় তিনগুণ বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gonorrhoea Vaccine: হু হু করে ছড়াচ্ছে ভয়াবহ যৌ*নরোগ গনোরিয়া! আক্রান্ত অসংখ্য! প্রথম টিকা আনল বিশ্বের এই দেশ! মিলবে নিখরচায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল