আজকাল অনেকেই তাঁদের বাড়িতে ছোট ছোট বাগান করতে উৎসাহী। ছাদে হোক বা বারান্দায় এমনকী ঘরের ভিতরেও অনেকে গাছ রাখেন। তাতে ঘরের সৌন্দর্য বেড়েও যায় কয়েকগুণ।
অনেকেই আজকাল উপহার হিসেবে গাছ উপহার দিয়ে থাকেন। উপহার হিসেবে গাছ পেতেও চান অনেকে। এযেন এক অমূল্য উপহার। কিন্তু কী গাছ উপহার দেওয়া হচ্ছে সেদিকে নজর রাখা দরকার। বাস্তু অনুযায়ী বেশ কিছু গাছ সংসারের অমঙ্গল করতে পারে। তাই এই গাছগুলি কখনই কাউকে উপহার দেওয়া উচিত নয়—
advertisement
ক্যাকটাস—
ক্যাকটাস ধৈর্যের প্রতীক। কিন্তু এর কাঁটার কারণেই এই ধরনের গাছ উপহার হিসেবে আদর্শ নয়।
আরও পড়ুন: ফ্রিজে ডিম রেখে দেন! ঠিক করছেন কি আদৌ? জানুন আসলে কী হয় এই ডিম খেলে
মৃত গাছ—
মৃত বা শুকিয়ে যাওয়া গাছ ভীষণ ভাবে নেতিবাচকতা বহন করে। এটি ক্ষতির প্রতীক। তাই এই গাছ ঘরে রাখা মোটেও উচিত নয়।
বিষাক্ত গাছ—
কোনও রকম বিষাক্ত গাছও উপহার দেওয়া উচিত নয়। এতে দ্বন্দ্ব তৈরি হতে পারে। ভুল বার্তাও যেতে পারে।
ইনভেসিভ প্লান্টস—
বেশ কিছু খুবই আধিপত্যকামী হয়ে থাকে। এগুলি অন্য প্রজাতির গাছ মেরে ফেলে নিজের প্রজাতি বাড়িয়ে যায়। এই ধরনের গাছও উপহার দেওয়া উচিত নয়। এতে অধিকারপ্রবণতার বার্তা যেতে পারে।
আরও পড়ুন: ‘রবি রাতে মমতার বাড়িতে গোপন বৈঠক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে…’ তোলপাড় ফেলা দাবি শুভেন্দুর
কাঁটাযুক্ত গোলাপ—
এই গাছ হৃদয় বেদনার প্রতীক। তাই উপহার হিসেবে এই গাছ দেওয়াও ঠিক নয়।
ইউকা গাছ—
তরোয়ালের মতো পাতাযুক্ত এই গাছে সাদা ফুল হয়। কিন্তু এগুলি কঠোরতার প্রতীক। তাই উপহার হিসেবে এগুলিও আদর্শ নয়।
ল্যাভেন্ডার—
ল্যাভেন্ডারের সুগন্ধ এবং রঙ সকলকেই মোহিত করে। কিন্তু ল্যাভেন্ডার নিজে অবিশ্বাসের প্রতিনিধি। তাই সকলকে এই গাছ উপহার দেওয়া যায় না। বিষয়টি খেয়াল রাখতে হবে।