TRENDING:

Purest Food on Earth: পৃথিবীর বিশুদ্ধতম খাবার কী বলুন তো? উত্তর জানলে চমকে উঠবেন

Last Updated:

Purest Food on Earth: একাধিক খাবার থাকার পরও প্রশ্ন ওঠে, বিশ্বে বিশুদ্ধতম খাবার কোনটা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবুজ শাকসব্জি, ফল, ড্রাই ফ্রুটস সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷ পুষ্টিগুণে ভরা এই খাবারগুলি অসুখ থেকে সুরক্ষা দেয়৷ কিন্তু একাধিক খাবার থাকার পরও প্রশ্ন ওঠে, বিশ্বে বিশুদ্ধতম খাবার কোনটা? বিবিসি-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিশুদ্ধতম খাবার হল ঘি৷ দুগ্ধজাত খাবার ঘি-কে অনেকে এড়িয়ে চলেন স্বাস্থ্যহানির অজুহাতে৷ তার পরও ভারতীয় হেঁশেলের অবিচ্ছেদ্য অঙ্গ হল ঘি৷ খাদ্য বিষয়ক লেখক এবং বিশেষজ্ঞ কল্যাণ কর্মকার মনে করেন বিশুদ্ধতম খাবার হল ঘি৷ কল্যাণ বলেন,‘‘আমি শৈশব থেকে এই ধারণা নিয়ে বড় হয়েছি যে ঘি স্বাস্থ্যকর নয়৷ এখন আমি সেই ধারণা শুধরে নিয়েছি৷ এটাই বিশুদ্ধতম খাবার৷’’
advertisement

বিবিসি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গবেষকদের ধারণা, মাখন সংরক্ষণ করে রাখার জন্যই ঘিয়ের জন্ম৷ গ্রীষ্মে মাখন যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য তৈরি করা হয়েছিল ঘি৷ যেহেতু দুধের বিশুদ্ধতম রূপ হিসেবে ঘি-কে ধরা হয়, তাই পুজোর কাজে ঘি ব্যবহার করা হয়৷ শিকাগোবাসী খাদ্য-ঐতিহাসিক কলিন টেলর সেন বলেছেন, ‘‘চার হাজার বছরেরও বেশি প্রাচীন ঋক বৈদিক শ্লোকে ঘিয়ের উল্লেখ আছে৷’’

advertisement

আরও পড়ুন : কমলালেবু কিনতে গিয়ে বার বার ঠকে যাচ্ছেন? জানুন এই টিপসগুলি, আর ভুল হবে না

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারতীয় সংস্কৃতিতে ঘিয়ের প্রভাব গুরুত্বপূর্ণ৷ একে পবিত্র নিবেদন বলে মনে করা হয়৷ অগ্নিসাক্ষী করে বিবাহে যজ্ঞাহুতি দেওয়া হয় ঘি দিয়েই৷ পুজো পার্বণ, শুভ অনুষ্ঠান, উৎসবে ঘিয়ের উপস্থিতি অবশ্যম্ভাবী৷ তবে অতিরিক্ত ঘি খাওয়া অনুচিত৷ মনে রাখতে হবে, যে কোনও খাবারে ঘি আসবে ফিনিশিং টাচ হিসেবে৷ খাবারের রূপ-স্বাদ-গন্ধ বাড়িয়ে তুলতে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purest Food on Earth: পৃথিবীর বিশুদ্ধতম খাবার কী বলুন তো? উত্তর জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল