গবেষণা বলছে, শুধুমাত্র কোলেস্টেরল নিয়ন্ত্রণ বা সংক্রমণ হ্রাস নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ক্যানসার প্রতিরোধেও সক্ষম এটি। আসুন জেনে নেওয়া যাক হিমালয়ান গারলিকের (Magic Garlic) উপকারিতা (Lifestyle Tips)-
কোলেস্টেরল হ্রাস
যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে এই রসুন মোক্ষম দাওয়াই। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। তথ্য বলছে, প্রায় ২০ mg/dl কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিডের মাত্রা কমাতে সক্ষম এই বিশেষ ধরনের রসুন।
advertisement
আরও পড়ুন - Fitness Tests: কোনও কাঠখড় পোয়ানো নয়, নিজের জন্য মাত্র ৩০ সেকেন্ড বার করে স্বাস্থ্য পরীক্ষা সেরে নিন
কফ-কাশি দূর
বিশেষজ্ঞদের মতে, এটি ঠাণ্ডা লাগা,কফ-কাশি দূর করতে সক্ষম। এমনকী, শরীরকে একাধিক সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এই রসুনের মধ্যে উপস্থিত অ্যালিনেস (Allinase) ও অ্যালিন (Alliin) নামের দুই রাসায়নিক যৌগ অ্যালিসিন নামের এক উপাদান তৈরি করে। যা একাধিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকেও শরীরকে রক্ষা করে।
ক্যানসার প্রতিরোধ
এই রসুনের মধ্যে ডায়ালিল ট্রাইসালফাইড (Diallyl Trisulfide) নামে এক ধরনের অর্গানোসালফার যৌগ থাকে। যা ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মতে, নিয়মিত এই রসুন খেলে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসার হওয়ার ঝুঁকি কমে যায়।
আরও পড়ুন - Beauty Tips:আপনার হাতের কাছেই থাকে এই দুটি জিনিস, ক্যাটরিনা কাইফের মতো ত্বকের জেল্লা পেতে এতেই হবে কামাল
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
গবেষকদের মতে, নিয়মিত ২-৩ কোয়া হিমালয়ান রসুন খেলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে উপস্থিত অ্যালিসিনের মধ্যে ভিটামিন B ও থায়ামিন থাকে। যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
হৃদযন্ত্র ভালো রাখে
শরীরে LDL কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড মাত্রা কমাতে পারে এটি। তাই হৃদযন্ত্র ভালো রাখতে হিমালয়ান রসুনের ভূমিকা অপরিসীম। এর মধ্যে উপস্থিত হাইড্রোজেন সালফাইড রক্তচাপ কমাতে সাহায্য করে। রক্তের ঘনত্ব কমিয়ে রক্ত জমাট বাঁধা থেকে আটকায়। স্বাভাবিক রক্ত চলাচলেও সাহায্য করে।