পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকার ‘ক্যাডি টি-টাইম’,এখানেই প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দিতে তৈরি হচ্ছে নানা ফ্লেভারের চা। ‘চকোলেট টি’, ‘হুইস্কি টি’, ‘বাটার স্কচ টি’ মত নানা ফ্লেভারের ‘ফিউশন টি’। এছাড়াও রয়েছে ফুল, ফল ও আয়ুর্বেদিক চা সব মিলিয়ে প্রায় ৩০ রকমের চা এখানে।শুধু বিভিন্ন রকমের চা-ই নয় এখানে আপনি জানতে পারবেন কোন চা খেলে শরীরের কোন উপকার হয়। দোকানের হোর্ডিং জুড়ে দেওয়া আছে তার লিস্ট।দোকান মালিক নীলমাধব রায় জানান, ‘‘আমরা বাড়িতে ৪-৫ রকমের চা বানিয়ে খাই। তখনই আমার মাথায় আসে যদি আরও অন্য কিছু চা বানানো যাই সেই থেকেই দোকান চালু করা।আর যাঁরা অ্যালকোহল খেতে চান না, কিন্তু অ্যালকোহল স্বাদ নিতে চান, তাঁদের জন্যই তৈরি হচ্ছে এই হুইস্কি ফ্লেভারের চা,যা নজর কেরেছে চা-প্রেমীদের।’’
advertisement
আরও পড়ুন : মাংস খেতে ভালবাসলে সাবধান! মাংস থেকেও হতে পারে UTI বা মূত্রনালীর সংক্রমণ! জানুন বাঁচার উপায়
যাঁরা বিভিন্ন রকমের চা খেতে ভালবাসেন বা যারা অ্যালকোহল গ্রহণ করেন না, কিন্তু এর স্বাদে নিতে চান তারা একবার হল ঘুরে আসতে পারেন এখানে। হুইস্কির স্বাদ হোক বা চকোলেটের মাধুর্য এই শীতের সন্ধ্যায় সেই ফিউশন টি-এর উষ্ণতা মন ভরিয়ে দেবে আপনার।