TRENDING:

Viral Video: ক্যামেরার সামনে পোশাক পাল্টাতে গিয়ে যা হল মহিলার...ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

ভিডিওটি (Viral video on Social Media) সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারাদিনই বাড়িতে বসে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে লকডাউনে সকলেই প্রায় বাড়িতে আটকে৷ এই অবস্থায় বাড়িতেই চলছে শরীরচর্চা৷ বাড়িতেই সেজেগুজে চলছে হাউজ পার্টি৷ সেভাবে নিজেদের প্রস্তুত করছেন সকলে৷ নিজেদের ভাল রাখতে এভাবেই দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ৷ এটা সাধারণত বলা হয় যে মেয়েদের প্রস্তুত হতে ছেলেদের তুলনায় বেশি সময় নেয়৷ মেকআপ থেকে শুরু করে পোশাক নির্বাচন, মেয়েরা অনেক সময় নেন, এমনই ধারণা অনেকের। এই ক্ষেত্রে, এমনই একটা ঘটনা সামনে এসেছে, যা চূড়ান্ত ভাইরাল হয়েছে। একই সঙ্গে এই ভিডিও দেখে হাসছেন সকলে (Viral Video)৷ আর এই ভিডিও থেকে চোখ সরাতে পারছেন না৷ হাসি থামানো কঠিন হয়ে যাচ্ছে৷
advertisement

এই ভিডিওতে একটি মেয়েকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে৷ তিনি তার পোশাক দেখছেন ক্যামেরার সামনে৷ কালো রঙের পোশাক তিনি পরিবর্তন করতে চাইছিলেন৷ তাও আবার ক্যামেরার সামনে৷ কিন্তু পোশাক খুলে নতুন পোশাক পরতে গিয়ে যা হল মহিলার, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ। কয়েক সেকেন্ড পরে এমন কিছু ঘটল যে, মেয়েটি নিজেও হাসি থামাতে পারলেন না। কী এমন ঘটল? কী দেখা গেল ভিডিওতে?

advertisement

মেয়েটি কালো পোশক পরেছেন৷ যা তিনি পাল্টাতে চাইছেন৷ ক্যামেরার সামনে তিনি তা সেটা বোঝানোর চেষ্টা করছেন৷ এরপর তিনি পিছনের দিকে হাঁটতে শুরু করলেন৷ সম্ভবত কোনও মজার ভিডিও শ্যুট করতে চাইছিলেন তিনিও৷ কিন্তু হল উল্টো৷ মেয়েটি হাঁটছেন পিছনের দিকে৷ এবং সেই সময় পিছনে থাকা একটি বালতিতে তাঁর পা পড়ে যায়৷ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি৷ একেবারে উল্টে পড়ে যান! মাটি থেকে উঠতে কিছুটা সময় নেন তিনি৷ এবং উঠে নিজেও হাসতে থাকেন! এই পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে৷ যা পরবর্তিতে ভাইরাল হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হচ্ছে। মজার ভিডিওটি দেখে সকলে মজার মজার প্রতিক্রিয়াও জানাচ্ছে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ক্যামেরার সামনে পোশাক পাল্টাতে গিয়ে যা হল মহিলার...ভিডিও তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল