এই ভিডিওতে একটি মেয়েকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে৷ তিনি তার পোশাক দেখছেন ক্যামেরার সামনে৷ কালো রঙের পোশাক তিনি পরিবর্তন করতে চাইছিলেন৷ তাও আবার ক্যামেরার সামনে৷ কিন্তু পোশাক খুলে নতুন পোশাক পরতে গিয়ে যা হল মহিলার, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ। কয়েক সেকেন্ড পরে এমন কিছু ঘটল যে, মেয়েটি নিজেও হাসি থামাতে পারলেন না। কী এমন ঘটল? কী দেখা গেল ভিডিওতে?
advertisement
মেয়েটি কালো পোশক পরেছেন৷ যা তিনি পাল্টাতে চাইছেন৷ ক্যামেরার সামনে তিনি তা সেটা বোঝানোর চেষ্টা করছেন৷ এরপর তিনি পিছনের দিকে হাঁটতে শুরু করলেন৷ সম্ভবত কোনও মজার ভিডিও শ্যুট করতে চাইছিলেন তিনিও৷ কিন্তু হল উল্টো৷ মেয়েটি হাঁটছেন পিছনের দিকে৷ এবং সেই সময় পিছনে থাকা একটি বালতিতে তাঁর পা পড়ে যায়৷ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি৷ একেবারে উল্টে পড়ে যান! মাটি থেকে উঠতে কিছুটা সময় নেন তিনি৷ এবং উঠে নিজেও হাসতে থাকেন! এই পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে৷ যা পরবর্তিতে ভাইরাল হয়৷
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হচ্ছে। মজার ভিডিওটি দেখে সকলে মজার মজার প্রতিক্রিয়াও জানাচ্ছে।