TRENDING:

রোদে বেরলেই ট্যান? দূর করুন মাত্র তিন উপায়ে

Last Updated:

মার্চ মাসের মাঝামাঝি। তাতেই রোদের তেজে হাসফাঁস শহরবাসীর। তবে রোদের জ্বালায় ঘরে বসে থাকার উপায় যাঁদের নেই তাঁরা সচেতন থাকুন ট্যান সম্বন্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি। তাতেই রোদের তেজে হাসফাঁস শহরবাসীর। তবে রোদের জ্বালায় ঘরে বসে থাকার উপায় যাঁদের নেই তাঁরা সচেতন থাকুন ট্যান সম্বন্ধে। ট্যান তোলার ক্ষেত্রে বাজার চলতি ক্যামিক্যাল প্রডাক্ট ব্যাবহারের চেয়ে জোর দিতে পারেন ঘরে তৈরি বিভিন্ন প্রডাক্টের উপর। এতে সাইড এফেক্ট যেমন থাকে না, তেমনই খরচও অল্প। তা হলে আজই ঘরে বানিয়ে ফেলুন ট্যান সরিয়ে ফেলার ঘরোয়া টোটকা।
advertisement

১। মধু ও পেঁপেঃ এক কাপ স্ম্যাসড পেঁপের সঙ্গে এক টেবল চামচ মধু মেশান। এরপর সেই প্যাকটি ট্যানড জোনের উপর লাগান। আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

২। ইয়োগার্ট ও টম্যাটোঃ এই টোটকাকে বলে হোয়াইট অ্যান্ড রেড ম্যাজিক। ইয়োগার্ট ও টম্যাটো পাল্প মিশিয়ে ট্যানড ত্বকের উপর লাগান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৩। বাঁধাকপির পাতাঃ এই পদ্ধতিতে ট্যান তোলা সবচেয়ে সহজ। বাঁধাকপির পাতা ট্যান হযে যাওয়া ত্বকের উপর রাখুন। কুড়ি মিনিট রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোদে বেরলেই ট্যান? দূর করুন মাত্র তিন উপায়ে