সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরেকোণ্ডার (Vijay Deveraonda) ‘লাইগার’ (Liger)। সেখানেই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অনন্যা। তারপর থেকে অনন্যাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বলি-মহলে। তবে বিতর্ক নয়, এবার শিরোনামে অনন্যার ফিটনেস আর সৌন্দর্য। তবে ত্বকচর্চায় বিউটি প্রোডাক্টের থেকে ঘরোয়া টোটকাতেই বেশি ভরসা চাঙ্কি-কন্যার।
আরও পড়ুন: টম্যাটো ফ্লুতে আক্রান্ত ৫ বছরের কমবয়সি ৮২ শিশু, সন্তানের পেটখারাপও ইঙ্গিত নয় তো?
advertisement
সারাদিন শ্যুটিং, বিজ্ঞাপন, অনুষ্ঠান শেষে শরীর ক্লান্ত তো হয়ই, ত্বকেরও দফারফা অবস্থা হয়। এ থেকে মুক্তি পেতে দুটি ঘরোয়া উপাদান দিয়ে ফেস স্ক্রাব বানিয়ে নেন অনন্যা। কোন দুটি উপাদান? এখানে রইল তারই হদিশ।
ফেস স্ক্রাব তৈরিতে যা লাগবে: প্রত্যেক রান্নাঘরে পাওয়া যায় এমনই দুটি উপাদান হল কফি এবং নারকেল তেল। ২ টেবিল চামচ কফি এবং ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেন অনন্যা। তারপর সেটা স্ক্রাবার হিসেবে ব্যবহার করেন মুখে, ঘাড়ে।
ব্যবহারের পদ্ধতি: সকালে ঘুম চোখে এক কাপ কফিতে চুমুক দিলেই সমস্ত ঝিমুনি মুহূর্তে উধাও হয়ে যায়। এটা যেমন মেজাজকে নিমেষে চাঙ্গা করে, তেমনই তরতাজা রাখে ত্বককেও। কফি আর নারকেল তেল মিশিয়ে তৈরি পেস্ট মুখে লাগিয়ে আলতো হাতে স্ক্রাব করতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে সাধারণ জলে। এটা এক্সফোলিয়েট করার পাশাপাশি ত্বককে কোমল এবং উজ্জ্বল করে তুলবে।
আরও পড়ুন: ওজন কমাতে তরকারি বাদ দিতে হবে না, শুধু এভাবে রান্না করুন আর চেটেপুটে খান!
কীভাবে কাজ করে: নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটা ত্বককে নরম, তুলতুলে রাখে। পাশাপাশি ত্বককে মসৃণ এবং হাইড্রেটেড করতেও সাহায্য করে। কফি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। ফলে এই দুটি উপাদান একত্রে ত্বকের মহৌষধ হিসেবে কাজ করে।
স্ক্রাবিংয়ের পর: কফি ও নারকেল তেলের এই ফেস স্ক্রাব ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ১৫ মিনিট স্ক্রাবিংয়ের পর সাধারণ জলে মুখ ধুয়ে ফেলতে হবে। তারপর লাগাতে হবে ময়েশ্চারাইজার। এটা ত্বকে প্রাকৃতিক আভা এনে দেবে, একেবারে অনন্যার মতো!