TRENDING:

Fasting: উপোস করবেন? অথচ আপনি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী? মাথায় রাখুন এই কয়েকটা বিষয়

Last Updated:

ডায়াবেটিস রোগীরা যদি উপবাস করার কথা ভাবেন, তবে তাঁদের দীর্ঘমেয়াদি ওষুধ সেবন করা উচিত নয়। আর কী কী সতর্কতা নেবেন? জানুন চিকিৎসকের মত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উপবাসের রয়েছে বিশেষ গুরুত্ব। ডা. মনোজ কুমার  জানিয়েছেন, সারা বছরই ভারতে কোনও না কোনও পুজো, পার্বণ বা অনুষ্ঠান লেগেই থাকে। বিভিন্ন উপবাসের নিয়মও রয়েছে। মানুষে বিভিন্ন উপায়ে উপবাস করে নিজেদের আরাধ্য ঈশ্বরকে খুশি করার চেষ্টা করেন। তাই প্রত্যেক নারী-পুরুষই উপবাস রাখতে চান। যাঁদের ডায়াবেটিস ও ব্লাড প্রেশার বা বিপির মতো সমস্যা রয়েছে তাঁরাও এই উপবাস পালন করেন। এমন পরিস্থিতিতে উপবাস রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement

পটনা নিউ গার্ডিনার রোড হাসপাতালের পরিচালক ডা. মনোজ কুমারের মতে, সুগার ও বিপির মাত্রাতিরিক্ত ওঠানামা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধের ডোজ ঠিক করতে হবে, যাতে উপবাস চলাকালীন কোনও সমস্যা না হয়।

ডা. মনোজ কুমার বলেছেন, ডায়াবেটিস রোগীরা যদি উপবাস করার কথা ভাবেন, তবে তাঁদের দীর্ঘমেয়াদি ওষুধ সেবন করা উচিত নয়। ওই সময় তাঁদের শর্ট অ্যাক্টিং ডায়াবেটিসের ওষুধ ব্যবহার করতে হবে। যাতে শরীরে হঠাৎ করে সুগার বৃদ্ধি বা কমার কোনও আশঙ্কা না থাকে।

advertisement

উপবাসের সময় ইনসুলিনও এড়িয়ে চলতে হবে। ইনসুলিন স্বল্পমেয়াদি সময়ের জন্যই নেওয়া উচিত। প্রায়ই দেখা যায়, যাঁরা উপবাস রাখেন, তাঁরা নিয়ম মানতে গিয়ে দিনের শেষে ওষুধ খান, এমনটা করা উচিত নয়। উপবাস চলাকানীন, মিষ্টি কম খাওয়ার চেষ্টা করা উচিত। উপবাস শেষ করার তিন-চার দিন পর রোগীর সুগার পরীক্ষা করানো উচিত। সুগারের মাত্রা জানা হয়ে গেলে, সেই অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শে ওষুধের ডোজে পরিবর্তন আনা উচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

যদি কারও রক্তচাপজনিত সমস্যা থাকে এবং তাঁরা উপবাস করতে চান, তাহলে তাঁদের ডায়াবেটিস রোগীদের মতোই একই নিয়ম মানা উচিত। ওষুধ সম্পর্কে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা এবং তারপর ওষুধ খাওয়া উচিত। অন্যান্য রোগে আক্রান্ত রোগীদেরও উপবাস শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fasting: উপোস করবেন? অথচ আপনি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের রোগী? মাথায় রাখুন এই কয়েকটা বিষয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল