লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইক-এ একটা সময় নিজের কালেকশন নিয়ে শোরগোল ফেলেছিলেন তিনি। বেশ কয়েকটা বাংলা এবং হিন্দি ছবির কস্টিউম ডিজাইনও করেছেন তিনি। বিখ্যাত নাট্য এবং চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায়ের অনেক নাটক এবং সিনেমায় কস্টিউম ডিজাইন করেছেন তিনি। এখন একটি নামী ইউনিভার্সিটিতে ফ্যাশন নিয়ে অধ্যাপনা করেন।
আরও পড়ুন : সোনার কেল্লার শহরে সূর্যগড়ে কার হাতে সাজছেন কনে কিয়ারা? জেনে নিন বিয়েবাড়ির খবর
advertisement
কলকাতা অর্ণবের নিজের শহর। তাই প্রায় পাঁচ বছর পর কলকাতাকে তাঁর উপহার "আব্রু"। ইংল্যান্ডে রেনেসাঁর সময় 'বরক মুভমেন্ট'- থেকে অনুপ্রাণিত হয়ে 'আব্রু' ডিজাইন করেছেন অর্ণব। মূলত কটনের ওপর হলুদ রঙের আধিক্য। কেন এই হলুদ? ডিজাইনারের কথায় "হলুদ হল কালার অফ সিজন এখন, তাই হলুদ নিয়ে কাজ করেছি।"
কলকাতা তথা ভারতের টপ মডেলরা আগুনরঙা 'আব্রু'-র জামা পরে ফ্যাশন মঞ্চে শীত-রাতে উষ্ণতা ছড়ালেন। মডেলদের মধ্যে মাধবীলতা, কুশল মেহেতা, তারিক আহমেদ-দের মত নামী মডেলরা মঞ্চ কাঁপালেন। শেষে চমক ছিল অভিনেতা এবং প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত। হালকা শীতের আমেজে বসন্তের আমেজ নিয়ে এল অর্ণবের 'আব্রু'।