TRENDING:

ব্যাকলেস পোশাক পরার আগে এই বিষয়গুলো নজরে রাখুন

Last Updated:

ব্যাকলেস পোশাক পরার আগে এই বিষয়গুলো নজরে রাখুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফ্যাশনে সবসময়ে ইন ব্যাকলেস পোশাক! তা সে ড্রেস হোক কী টপ কী ব্লাউজ! কিন্তু ব্যাকলেস পোশাক পরার আগে কিছু বিষয়ে সতর্ক হন--
advertisement

১) প্রথমেই পিঠ ভাল করে পরিষ্কার করে ময়েশ্চারাইজর লাগিয়ে নিন। যদি কালচে দাগ বা ব্রণ থাকে, কনসিলর দিয়ে ঢেকে, ফাউন্ডেশন আর কমপ্যাক্ট লাগিয়ে নিন

২) মাথা উঁচু, কাঁধ পিছনের দিকে আর বুক সামনের দিকে ঠেলে দাঁড়ান। ঝুঁকে পড়বেন না। পোশাক পরার পর অতিঅবশ্যই একটা ফুল-লেনথ আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিন, আপনার ফিগারের সঙ্গে খাপ খাচ্ছে কি না।

advertisement

৩) ব্রা যেন পোশাক উপযোগী হয়। পোশাকটা পরার অন্তত ৪ ঘণ্টা আগে রোজকার পরার ব্রা খুলে রাখুন। ব্রা-র ইলাস্টিকের জন্য পিঠে যে দাগ হয়, সেটা ফিকে হতে সময় লাগে।

সেরা ভিডিও

আরও দেখুন
তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ, স্বাদে-গন্ধে অতুলনীয়
আরও দেখুন

৪) এমন কোনও অ্যাক্সেসরি ব্যবহার করবেন না, যা আপনার গলা বা পিঠ ঢেকে দেয়, যেমন স্কার্ফ বা জমকলো গলার হার।  চুল যতই সুন্দর হোক, খুলে রাখবেন না। পুরো চুল বাঁধতে না চাইলে, দু'পাশ থেকে খানিকটা চুল ক্লিপ দিয়ে আটকে,বাকিটা খুলে রাখুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্যাকলেস পোশাক পরার আগে এই বিষয়গুলো নজরে রাখুন