TRENDING:

রিমুভার ছাড়া সহজ এই ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারেন নেল পলিশ

Last Updated:

রিমুভার ছাড়া এই সহজ ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারেন নেল পলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিকেলে পার্টি বা বিয়ে বাড়ি রয়েছে ৷ অথচ শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে নেশ পলিশ পরতে দিয়ে দেখেন যে রিমুভার শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু পুরোন নেল পলিশের রঙ বেমানান আজকের পোশাকের সঙ্গে ৷ তবে আর চিন্তা নেই ৷ কারণ রয়েছে ঘরোয়া কয়েকটি উপায় যার সাহায্যে সহজেই তুলে ফেলতে পারবেন নেল পলিশ ৷
advertisement

১. নেল রিমুভারের বদলে ব্যবহার করতে পারেন টুথপেস্ট ৷ ব্রাশে পেস্ট লাগিয়ে আঙুলে ঘষে নিন পাঁচ মিনিট তাহলেই উঠে যাবে নেল পলিশ ৷

২. ডিওডরেন্ট আঙুলে স্প্রে করে তুলো দিয়ে ঘষে নিন। এছাড়া পারফিউম বা হেয়ার স্প্রে তুলোয় স্প্রে করে ঘষতে থাকুন কয়েকবার ৷ তাহলেই ৫ মিনিটের মধ্যেই উঠে যাবে নেল পলিশ ৷

advertisement

৩. হ্যান্ড স্যানিটাইজারও নেল পলিশ তুলতে সাহায্য করে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

৪. গরম জলে হাত ডুবিয়ে রাখুন ৷ লেবুর রস এবং সাদা ভিনিগারের একটি মিশ্রণ তৈরি করুন ৷ তুলোর সাহায্যে নখে লাগালেই উঠে যাবে আঙুলে লেগে থাকা নেল পলিশ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রিমুভার ছাড়া সহজ এই ঘরোয়া উপায়েই তুলে ফেলতে পারেন নেল পলিশ