এবার পুজোয় সেজে উঠুন বলিউডের বিখ্যাত ফ্যাশন আইকন করিনা কাপুরের মতন। হিন্দি চলচ্চিত্র শিল্পে প্রায় দুই দশক পূর্ণ করেছেন তিনি। তবে ধারাবাহিকভাবে সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে তাঁর ফ্যাশন শৈলীও। Lakme’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে করিনা প্রায়ই সৌন্দর্য দিয়ে আমাদের তাক লাগিয়ে দেন। এইবারের পুজোয় আপনি তারই নানান লুকের মধ্যে ব্রোঞ্জ লুকে সেজ্জে উঠুন।
advertisement
সম্প্রতি করিনাকে দেখা গেল ক্যাজুয়াল অথচ গ্ল্যামারাস স্টাইলে। করিনার এই লুক পেতে আপনাকে মেনে চলতে হবে সহজ কয়েকটি ধাপ। চোখ থেকে শুরু করে চুল- করিনার মতো এই স্টাইল পেতে কী কী করতে হবে আপনাকে দেখে নিন।
১- ত্বক পরিষ্কার করে ভালো করে ময়শ্চারাইজ করে নিন তারপর লাগান প্রাইমার। এর পরে আপনাকে লাগাতে হবে ফাউন্ডেশন। ম্যাট ফিনিশ, অয়েল ফ্রি লুক পেতে ভালো করে চেহারার সঙ্গে মিশিয়ে নিন এই ফাউন্ডেশন।
২- ব্রোঞ্জ চোখের মেকআপ পেতে হলে সোনালি বাদামী রঙের আইশ্যাডো ব্যবহার করতে হবে প্রথমেই।
৩- বাদামী রঙের আইলাইনার ব্যবহার করতে হবে এই ব্রোঞ্জি লুকের সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে।
৪- চোখকে আরও আবেদনময়ী করে তুলতে ব্যবহার করুন মাস্কারা, বেশ ঘন করে লাগান চোখের পাতায়।
৫- চোখের মেকআপ শেষ হবে ভ্রূপল্লঅবে ঢেউ তুলেই। দিয়ে কাজ সারতে পারেন।
৬- ব্রোঞ্জ ক্যারিবিয়ান লুক পেতে আপনাকে ব্যবহার করতে হবে ব্রোঞ্জার, আর সঙ্গে মোটা ব্রাশ। গালে, চোয়ালে আর নাকের দুই ধারে ভালো করে এই ব্রোঞ্জার লাগাতে হবে আপনাকে। ম্যাট ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন এই জন্য।
৭- শেষ ধাপের মেকআপে আপনার নজর রাখুন ক্রীমি ন্যুড পাউটের দিকেই।
৮- এবার চুলের কার্ল তৈরি করতে হলে কার্লিং আয়রন ব্যাবহার করুন। তারপর আঙুল দিয়েই কার্লগুলোকে ঢেঊ খেলানো করে নিন। সেট রাখতে হেয়ারস্প্রে ব্যবহার করতে পারেন।
