ফ্যাশন মানে শুধুই পোশাকের ঝকমারি নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কমফোর্ট ৷ পোশাক যদি কমফোর্টেবল না হয়, তা হলে সেটা কখনই সঠিক ফ্যাশন দুরস্ত পোশাক হবে না ৷ দীপিক-মধুর কালেকশন আগাগোড়া মেনে চলল এই কথাই ৷ আর তাই তো তাঁদের ডিজাইন করা পোশাকের অন্যতম দিকই হল, এই চরম গরমে কীভাবে পোশাকে থাকবে কমফোর্ট জোন ৷ সেরকমই ফেব্রিক ব্যবহার করলেন দীপক-মধু যা কিনা পোশাকের মধ্যে দিয়ে শরীরে আরাম প্রদান করবে ৷ একদিকে যেমন সেই পোশাক আপনার স্টাইল স্টেটমেন্টে আলাদা রং যোগ করবে, তেমনি কমফোর্ট হবে ব্যক্তিত্বের আরেক অঙ্গ ৷
advertisement
দীপক-মধুর এই সামার কালেকশন ২০১৯-এ পোশাকে উঠে আসবে চেক স্যুট, পিন স্ট্রিপ, মোনোক্রোম স্ট্রিপস ৷ যা কিনা এই গরমে হয়ে উঠবে একেবারে পারফেক্ট ৷ পোশাকের রঙেও ধরা পড়বে সাদা-কালোর মিশ্রণ, হালকা হলুদ, ধূসর রং ৷ পার্টি হোক বা বিয়ে বাড়ি, যে কোনও অনুষ্ঠানেই অনায়েসে পরা যাবে এই স্যুট ৷ শুধু তাই নয়, রাতের পার্টিতেও এই স্যুট পরে এন্ট্রি নিতে পারেন একেবারে নিজের মতো করে ৷ কারণ, পোশাকে রয়েছে ইন্ডো এথেনিক ও পাশ্চাত্যের দারুণ মিশেল ৷
