এ বছরও পুজোর সময়কার আবহাওয়া বেশ গরম ৷ ঘেমে নেয়ে একসা হওয়া জোগাড় এ বছরের পুজোতেও ৷ তাই সবার আগে মাথায় রাখতে হবে, যাতে পুজোর সময় এমন পোশাক পরবেন যাতে আরামের পরিমাণ একশো শতাংশ থাকে ৷
advertisement
পুজোর দিন সকলে ভারতীয় সাজতেই পছন্দ করেন। আর ভারতীয় সাজের কথায় প্রথমেই আসবে শাড়ি। আর শাড়ির ক্ষেত্রে কিন্তু এখন হ্যান্ডলুমের ট্রেন্ড। সিম্পল, সুন্দর কালার কম্বিনেশনের হ্যান্ডলুম শাড়ি। ভারী শাড়ি বা এমব্রয়ডারি কিন্তু এখন একেবারেই চলছে না। সুন্দর হ্যান্ডলুমের শাড়ির জমিটা একটা রং হল, পাড়টা তার সঙ্গে অন্য রঙের কম্বিনেশন। বা আঁচলটা অন্য একটা রং। এই শাড়িগুলোই এখন চলছে।
আর যেটা চলছে সেটা হল গামছা প্রিন্ট। এই প্রিন্টের শাড়ি, কটন ড্রেস বা স্কার্ট গরমের জন্য খুব ভাল। এ ছাড়াও পালাজোর সঙ্গে লং বা শর্ট কুর্তা দুটোই পরতে পারেন। তেমনই লং স্কার্টের সঙ্গেও কিন্তু লং বা শর্ট কুর্তা দুটোই চলছে। আর চলছে হোয়াইট শর্ট ড্রেস। কলার দেওয়া শার্টের মতো যেই ড্রেসগুলো। ম্যাক্সি ড্রেসও পরা যেতে পারে ৷
তবে যদি ভারতীয় সাজের ছক ভেঙে একটু অন্যভাবে সাজতে চান ৷ সাজতেই পারেন ৷ দেখবেন গলার কাছটা ট্রান্সপারেন্ট আর বুকের কাছ থেকে লাইলিন বা অন্যান্য কোনও কাপড় লাগানো থাকলে দেখতে দারুণ লাগবে ৷ লং ড্রেসও ট্রাই করাই যেতে পারে ৷ বিভিন্ন চেকসও ফ্যাশন ইন ৷ বিখ্যাত কোনও মানুষ, যেমন-মেরিলিন মনরো কিংবা লিওনার্দো দ্য ভিঞ্চির মুখের প্রিন্ট দেওয়া ড্রেস খুব চলছে এবার ৷ গত বছরের মতো এ বছরও ফ্যাশন ট্রেন্ডে রয়েছে বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা পোশাক ৷
গরম হলেও রংয়ের মধ্যে কিছুটা বৈচিত্র্য রয়েছে এবার ৷ প্যাস্টেল শেড চলছে ৷ সঙ্গে চলছে মিডিয়াম টোন এবং বোল্ড কালার ৷ ল্যাভেন্ডার কালারের পোশাক বেছে নিলেও আপনি সবার চোখ টেনে নিতে পারবেন ৷ এবার ফ্যাশন ট্রেন্ড দু’টো ব্যাগ ক্যারি করা ৷ কাঁধে ঝুলবে দু’টো ব্যাগ ৷ একটা লম্বায় একটু বড় আর অন্যটা একটু ছোট ৷
মিশমি দাস
ছবি: সৌরভ সাহা ৷
মেকআপ: দেবাঞ্জন চক্রবর্তী ৷
কেশ বিন্যাস: সুরজিৎ দাশগুপ্ত ৷
